কলকাতা, 20 অগস্ট: আজ রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ডুরান্ড কাপ (Durand Cup) অভিযান শুরু করছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan vs Rajasthan United) ৷ যে ম্যাচে জনি কাউকো, প্রীতম কোটাল, শুভাশিস বসুদের সঙ্গে মাঠে সবুজ-মেরুন ভার থাকবে ফ্লোরেন্টাইন পোগবার হাতেও ৷ জন্মদিনের সকালে ম্যাচে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়ে নবাগত বিদেশিকে বিশেষ গুরুত্ব দিলেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো (Juan Fernando) ৷ প্রথম বছর খেলতে এসেই অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার ঘটনা মোহনবাগানে নেই ৷ সেদিক থেকে ফ্লোরেন্টাইন পোগবা যে অল্পদিনেই দলের আস্থা অর্জন করেছেন, তা ধরে নেওয়া যায় ৷
শনিবার রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ডুরাণ্ড কাপ অভিযান শুরু করছে এটিকে মোহনবাগান ৷ তার আগে 27 জনের প্রাথমিক দল বেছে নিয়েছেন জুয়ান ফেরান্দো ৷ তবে, এটাই মোহনবাগানের মরশুমের প্রথম ম্যাচ ৷ প্রতিপক্ষ সেভাবে চেনা নয় ৷ তাই তাদের বিরুদ্ধে খেলতে নামার আগে বাড়তি সতর্কতা সবুজ-মেরুনে ৷ বন্ধ দরজার আড়ালে গত কয়েকদিনের অনুশীলনে বল দখল এবং সেটপিস মুভমেন্টের উপর জোর দেওয়া হয়েছে ৷
প্রতিপক্ষ সম্পর্কে যথেষ্ঠ সতর্ক হয়েই মাঠে নামতে চাইছেন ফেরান্দো ৷ তিনি বলেন, “প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড আই লিগের দল হলেও যথেষ্ট ভালো ৷ আমি ওদের খেলা দেখেছি ৷ তাই ম্যাচটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ ৷ প্রতিযোগিতার প্রথম ম্যাচ সবসময় কঠিন হয় ৷ তাই আমাদের সতর্ক থেকে জেতার জন্য ঝাপাতে হবে ৷’’ মরসুমের প্রথম টুর্নামেন্টে ধাপে ধাপে লক্ষ্য স্থির করতে চান তিনি ৷ ইস্টবেঙ্গল, মুম্বই সিটি, রাজস্থান ইউনাইটেড, ইন্ডিয়ান নেভি রয়েছে এটিকে মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে ৷