পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Gukesh replaces Anand: 37 বছর পর সিংহাসনচ্যুত আনন্দ, ভারতের নয়া 1 নম্বর ডি গুকেশ - রমেশবাবু প্রজ্ঞানন্দ

Donnarumma Gukesh India's New No 1 in National Chess: 37 বছর পর ভারতীয় দাবার 1 নম্বর সিংহাসন থেকে সরলেন বিশ্বনাথন আনন্দ ৷ আর তাঁকে সরিয়ে সেই জায়গায় বসলেন 17 বছরের ডোন্নারুম্মা গুকেশ ৷ বিশ্ব ব়্যাংকিংয়ে তিনি 8 নম্বরে উঠে এসেছেন ৷ আনন্দ রয়েছেন 9 নম্বরে ৷

India's No 1 in Grand Master ETV BHARAT
India's No 1 in Grand Master

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 4:20 PM IST

চেন্নাই, 1 সেপ্টেম্বর: জাতীয় স্তরে বিশ্বনাথন আনন্দকে সরিয়ে ভারতের এক নম্বর দাবাড়ু হলেন 17 বছরের ডোন্নারুম্মা গুকেশ ৷ প্রায় 37 বছর পর কোনও ভারতীয় দাবাড়ু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে সরিয়ে ভারতের এক নম্বর জায়গাটা নিলেন ৷ 1986 সাল থেকে বিশ্বনাথন আনন্দ এক নম্বর ভারতীয় দাবাড়ু জায়গা ধরে রেখেছিলেন ৷ সেই সঙ্গে ফিডের রেটিং তালিকায় বিশ্বের প্রথম 10 জন দাবাড়ুদের মধ্যে সামিল হলেন তিনি ৷ বিশ্ব ব়্যাংকিংয়ে এই মুহূর্তে 8 নম্বরে রয়েছেন ভারতের এই কিশোর গ্র্যান্ডমাস্টার ৷

17 বছরের গুকেশ দাবা বিশ্বকাপে 1 নম্বর ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে কোয়ার্টার-ফাইনালে হেরে যান ৷ তবে, বিশ্বকাপে শেষ আটে ওঠার সুবাদে তিনি প্রথম দশের তালিকায় চলে এসেছেন ৷ আর বিশ্বনাথন আনন্দকে পিছনে ফেলে দিয়েছেন এই ভারতীয় দাবাড়ু ৷ আনন্দ এই মুহূর্তে 9 নম্বরে রয়েছেন ৷ 1 সেপ্টেম্বর প্রকাশিত ফিডে রেটিংয়ে গুকেশের পয়েন্ট 2758 এবং সেখানেই বিশ্বনাথন আনন্দের রেটিং 2754 পয়েন্ট ৷ 1 অগস্ট প্রকাশিত তালিকায় ডি গুকেশ 11 নম্বরে ছিলেন ৷ সেখান থেকে 3 ধাপ উপরে উঠে এসেছেন তিনি ৷

অন্যদিকে, সম্প্রতি শেষ হওয়া ফিডে বিশ্বকাপে রানার-আপ রমেশবাবু প্রজ্ঞানন্দ রেটিং তালিকায় অনেকটাই উন্নতি করেছেন ৷ তিনি এই মুহূর্তে 2727 পয়েন্ট নিয়ে 19 নম্বর ব়্যাংকিংয়ে রয়েছেন ৷ আর ভারতের নিরিখে 3 নম্বর ৷ গুকেশ এবং আনন্দের ঠিক পরেই রয়েছেন প্রজ্ঞানন্দ ৷ বিশ্ব ব়্যাংকিংয়ে প্রথম তিরিশের মধ্যে রয়েছেন বিদিত সন্তোষ গুজরাতি এবং অর্জুন এরিগাইসি ৷ বিদিত 27 নম্বরে এবং এরিগাইসি 29 নম্বর ব়্যাংকিং হোল্ড করছেন ৷ 31 নম্বরে রয়েছেন অভিজ্ঞ পি হরিকৃষ্ণ ৷

আরও পড়ুন:চেন্নাইয়ে প্রজ্ঞানন্দকে রাজকীয় সংবর্ধনা, 30 লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, আসন্ন এশিয়ান গেমসে ভারতের হয়ে ডোন্নারুম্মা গুকেশ এবং রমেশবাবু প্রজ্ঞানন্দকে বাছা হয়েছে ৷ এই দুই ভারতীয় গ্র্যান্ডমাস্টার এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য কলকাতায় আসবেন ৷ আগামী 5 সেপ্টেম্বর তাঁরা টাটা স্টিল চেস ইন্ডিয়া টুর্নামেন্টে অংশ নেবেন ৷

ABOUT THE AUTHOR

...view details