চেন্নাই, 1 সেপ্টেম্বর: জাতীয় স্তরে বিশ্বনাথন আনন্দকে সরিয়ে ভারতের এক নম্বর দাবাড়ু হলেন 17 বছরের ডোন্নারুম্মা গুকেশ ৷ প্রায় 37 বছর পর কোনও ভারতীয় দাবাড়ু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে সরিয়ে ভারতের এক নম্বর জায়গাটা নিলেন ৷ 1986 সাল থেকে বিশ্বনাথন আনন্দ এক নম্বর ভারতীয় দাবাড়ু জায়গা ধরে রেখেছিলেন ৷ সেই সঙ্গে ফিডের রেটিং তালিকায় বিশ্বের প্রথম 10 জন দাবাড়ুদের মধ্যে সামিল হলেন তিনি ৷ বিশ্ব ব়্যাংকিংয়ে এই মুহূর্তে 8 নম্বরে রয়েছেন ভারতের এই কিশোর গ্র্যান্ডমাস্টার ৷
17 বছরের গুকেশ দাবা বিশ্বকাপে 1 নম্বর ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে কোয়ার্টার-ফাইনালে হেরে যান ৷ তবে, বিশ্বকাপে শেষ আটে ওঠার সুবাদে তিনি প্রথম দশের তালিকায় চলে এসেছেন ৷ আর বিশ্বনাথন আনন্দকে পিছনে ফেলে দিয়েছেন এই ভারতীয় দাবাড়ু ৷ আনন্দ এই মুহূর্তে 9 নম্বরে রয়েছেন ৷ 1 সেপ্টেম্বর প্রকাশিত ফিডে রেটিংয়ে গুকেশের পয়েন্ট 2758 এবং সেখানেই বিশ্বনাথন আনন্দের রেটিং 2754 পয়েন্ট ৷ 1 অগস্ট প্রকাশিত তালিকায় ডি গুকেশ 11 নম্বরে ছিলেন ৷ সেখান থেকে 3 ধাপ উপরে উঠে এসেছেন তিনি ৷