প্যারিস, 26 অগস্ট:করোনার ভ্যাকসিন না নেওয়া আরও একটি গ্র্যান্ড স্ল্যাম থেকে সরলেন নোভাক জোকোভিচ (Novak Djokovic )। চলতি বছরের একেবারে শুরুতে অস্ট্রেলিয়া ওপেনের (Australian Open) পর এবার ইউএস ওপেন থেকেও নিজেকে সরিয়ে নিলেন 'জোকার' (Djokovic Set To Miss US Open) । টুইট করে টেনিস দুনিয়ার এই মহাতরকা জানান, নিউ ইর্য়কে গিয়ে ইউএস ওপেন খেলতে পারবেন না । শুধু তাই নয় এই সিদ্ধান্ত যে তাঁর কাছে কতটা পরিতাপের বিষয় সেটাও মনে করিয়ে দেন জোকোভিচ ।
পাশাপাশি এটাও জানিয়েদেন সমস্ত জটিলতা কেটে যাওয়ার পর আবারও মাঠে নামার জন্য মুখিয়ে আছেন । এর আগে তিন বার ইউএস ওপেন (US Open) জিতলেও করোনার ভ্যাকসিন সংক্রান্ত জটিলতায় এবার আর মাঠে নামা হবে না একসময়ে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের । সার্বিয়ার তারকার এই সিদ্ধান্ত টেনিস দুনিয়ার কাছে বড় ধাক্কা হলেও অপ্রত্যাশিত ছিল না। অনেকেই আন্দাজ করেছিলেন জোকোভিচ ভ্যাকসিন নেবেন না আর তাই সোমবার থেকে শুরু হতে চলা প্রতিযোগিতায় তাঁর মাঠেও নামা হবে না । অস্ট্রেলিয়ান ওপেনের সময়ও একই ঘটনা ঘটেছিল । টিকা না নিয়ে সে দেশে পৌঁছে যান 'জোকার' । তাঁকে আটক করে প্রশাসন । পরে নিজের দেশে ফিরিয়ে দেওয়া হয় এই টেনিস নক্ষত্রকে।