পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

East Bengal Investor Issue : ইস্টবেঙ্গলে বিনিয়োগ নিয়ে 5 সংস্থার সঙ্গে চলছে আলোচনা : দেবব্রত সরকার

জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারীর নাম চূড়ান্ত হয়ে যাবে (East Bengal Investor Issue) ৷ এমনটাই জানালেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তা দেবব্রত সরকার ৷ তিনি জানিয়েছেন, বিনিয়োগ নিয়ে এখনও পর্যন্ত পাঁচটি সংস্থার সঙ্গে কথা চলছে (Discussions are Going on With Five Companies for Investing in East Bengal) ৷ যেখানে আন্তর্জাতিক ফুটবল ক্লাবও রয়েছে ৷

Discussions are Going on With Five Companies for Investing in East Bengal
Discussions are Going on With Five Companies for Investing in East Bengal

By

Published : May 13, 2022, 11:29 AM IST

কলকাতা, 13 মে : ইস্টবেঙ্গল ক্লাবের বিনিয়োগকারী সংস্থা কে হবে ? শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে তিক্ত সম্পর্কের জেরে বিনিয়োগ হাতছাড়া হওয়ার পর এটাই সবচেয়ে বড় প্রশ্ন লাল-হলুদ ক্লাব কর্তা ও সমর্থকদের কাছে (East Bengal Investor Issue) ৷ এ নিয়ে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানালেন, তারা অন্তত পাঁচটি কোম্পানির সঙ্গে কথা বলছেন বিনিয়োগের বিষয়ে (Discussions are Going on With Five Companies for Investing in East Bengal) ৷ যে তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল এবং লা লিগার অ্যাটলেটিকো মাদ্রিদের মত আন্তর্জাতিক নাম রয়েছে বলে জানান দেবব্রত সরকার ৷

বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে সন্তোষ ট্রফির ফাইনাল খেলা বাংলা দলকে সংবর্ধনা দেওয়া হয় ৷ সেখানে দেবব্রত সরকার বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিতে আহ্বান জানান ৷ তিনি বলেন, ‘‘ফুটবলের ক্ষেত্রে দু’টি এল খুব দরকার ৷ একটা লেবার আর অন্যটা লাক ৷ পরিশ্রম তোমরা করেছ ৷ আর লাকটা তোমাদের সঙ্গে ছিল না ৷ ইস্টবেঙ্গল মানেই লড়াই ৷ তোমরা যারা এই ক্লাবের হয়ে খেলতে চাও, তাদের জন্য আমাদের দরজা খোলা রয়েছে ৷’’

মঞ্চে দাঁড়িয়ে বাংলার ফুটবলারদের লাল-হলুদে আমন্ত্রণ জানালেও প্রশ্ন উঠছে, এত ফুটবলারকে খেলান কি সত্যি সম্ভব ? দেবব্রত সরকার যদিও বলছেন, লিগ, শিল্ড সহ আরও অনেক টুর্নামেন্ট রয়েছে ৷ তাই নাকি কোনও সমস্যা হবে না ৷ কিন্তু, শুধু সই করালে আর খেলালে তো চলবে না ৷ প্রয়োজন উপযুক্ত পরিকাঠামো, ফুটবলারদের বেতন ৷ এমনকি আইএসএল খেলার চাপ ৷ যা বিনিয়োগকারী না হলে কখনই সম্ভব নয় ৷ সেই নিয়ে প্রশ্ন করতেই দেবব্রত সরকার জানান, ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা পাঁচটি কোম্পানির সঙ্গে আলোচনা করছে বিনিয়োগের ব্যাপারে ৷

আরও পড়ুন :EB Felicitated Bengal Footballers : 'মুখ্যমন্ত্রীর লড়াই অনুপ্রেরণা', বাংলার ফুটবলারদের মমতার ছবি রাখার পরামর্শ ক্রীড়ামন্ত্রীর

দেবব্রত সরকার জানান, আমরা প্রায় চার-পাঁচটি কোম্পানির সঙ্গে কথাবার্তা বলছি ৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, অ্যাটলেটিকো মাদ্রিদ, আর্সেনালের মত বড় ক্লাবের সঙ্গেও কথা বলছি ৷’’ শুধু তাই নয়, বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গেও কথা চলছে বিনিয়োগ নিয়ে ৷ কিছুদিনের মধ্যেই ট্রানসফার উইন্ডো খুলে যাবে ৷ তার আগে বিদেশি ও স্বদেশি ফুটবলারদের সই করাতে হলে বিনিয়োগকারীর নাম চূড়ান্ত করতে হবে ইস্টবেঙ্গলকে ৷ তবে, সমর্থকদের আশ্বস্ত করে দেবব্রত সরকার বলেন, ‘‘ 8 জুনের আগেই আমরা ইনভেস্টার চূড়ান্ত করে ফেলব ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই আমরা চুক্তি করব ৷’’

ABOUT THE AUTHOR

...view details