নয়াদিল্লি, 5 ফেব্রুয়ারি: অলিম্পিক্স গেমসে প্রথমবারের মতো দেশের প্রতিনিধিত্ব করা জিমন্যাস্ট দীপা কর্মকারকে নির্বাসিত করেছে ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি বা আইটিএ ৷ জানা গিয়েছে, নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করার জন্য তাঁকে 21 মাসের জন্য নির্বাসনে পাঠানো হয়েছিল ৷ তাঁর ডোপ পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তাঁর উপর সাময়িক এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি স্বীকার করে নিয়েছেন দীপা নিজেও (Dipa Karmakar Accepts Temporary Suspension) ৷ জানিয়েছেন তাঁকে 2023 সালের 10 জুলাই পর্যন্ত নির্বাসনে পাঠানো হয়েছে ৷ অর্থাৎ, এই নির্বাসন অনেকদিন আগেই আরোপ করা হয়েছিল ৷
তবে, ডোপ পরীক্ষায় যে ওয়াডা দ্বারা নিষিদ্ধ পদার্থ সেবনের প্রমাণ পাওয়া গিয়েছে, তা দীপা অনিচ্ছাকৃত এবং অজান্তেই গ্রহণ করেছিলেন ৷ এমনটাই জানিয়েছেন ভারতীয় জিমন্যাস্ট ৷ জানলে কখনই এই ভুল করতেন না বলে, দীপা নিজের স্বীকারক্তিতে জানিয়েছেন ৷ উল্লেখ্য, দীপা কর্মকারের ডোপ টেস্টের নমুনাগুলি ব়্যান্ডম টেস্টের জন্য সংগ্রহ করেছিল আইটিএ ৷ সেই সময় কোনও প্রতিযোগিতা চলছিল না ৷ ঠিক যেমনটা স্প্রিন্টার দ্যুতির ক্ষেত্রে হয়েছিল ৷ দীপা কর্মকার জানিয়েছেন, তিনি বিষয়টি পুরোপুরি নিষ্পত্তির জন্য, তাঁর এই সাময়িক নির্বাসন মেনে নিয়েছেন ৷