পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

East Bengal: প্রাক্তন ছাত্রকেই ইস্টবেঙ্গলের সহকারী কোচ হিসাবে বাছলেন কুয়াদ্রাত - দিমাস ডেলগার্ডো

বুধবার ইস্টবেঙ্গলের তরফে ঘোষণা করে দেওয়া হল সহকারী কোচের নাম। ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাতের সহকারী দিমাস ডেলগার্ডো। দু'বছরের চুক্তি করা হয়েছে তাঁর সঙ্গে।

East Bengal
ইস্টবেঙ্গলের সহকারী কোচ দিমাস ডেলগার্ডো

By

Published : May 24, 2023, 9:53 PM IST

কলকাতা, 24 মে:ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের সহকারী হলেন দিমাস ডেলগার্ডো। দু'বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলের সহকারী কোচ হিসেবে যোগ দিলেন তিনি। দিমাস ডেলগার্ডো কুয়াদ্রাতের প্রাক্তন ছাত্র । ফলে প্রাক্তন ছাত্রকেই নিজের ডেপুটি করে নিলেন কুয়াদ্রাত। যদিও আগেই জানানো হয়েছিল বিনো জর্জ ভারতীয় কোচ হিসেবে লাল-হলুদের কোচিং ব্রিগেডে থাকবেন। সেই দায়িত্বে বহাল থাকছেন বিনো জর্জ ৷

ইতিমধ্যেই তাঁর চুক্তি বাড়ানোর কোথাও জানিয়ে দিয়ছে ইমামি ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলে পুরনো মুখ নবনিযুক্ত লাল-হলুদের ডেপুটি। বেঙ্গালুরু এফসি-র প্রাক্তন মিডফিল্ডার বুট জোড়া তুলে রাখার পরে কোচিংয়ে এসেছেন। এবার তাঁকেই সহকারী করে লাল-হলুদে আনলেন কুয়াদ্রাত।
ফুটবলার হিসেবে দিমাসের রেকর্ড বেশ ভালো। তবে কোচিং জীবনের অভিজ্ঞতা নেই। উয়েফা এ লাইসেন্স রয়েছে। ইস্টবেঙ্গলে আসার ক্ষেত্রেও সেটা বড় কারণ। দিমাস ফুটবলার হিসেবে বেঙ্গালুরুর হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন দিমাস। 40 বছর বয়সি এই সেন্ট্রাল মিডফল্ডার বেঙ্গালুরু এফসি ছাড়াও ওয়েস্টার্ন সিডনি এমনকী বার্সেলোনা বি দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে।

শুধু ভারতীয় ক্লাব ফুটবল নয় স্পেনের লা লিগাতেও খেলেছেন তিনি। 20টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে কুয়াদ্রাত যখন বেঙ্গালুরুর কোচ ছিলেন সেই সময়ই সুনীলদের দলে যোগ দিয়েছিলেন দিমাস । 59টি ম্যাচে তিনটি গোল করার পাশাপাশি 12টি অ্যাসিস্ট রয়েছে তাঁর। আইএসএল প্লে-অফেও একটি গোল করেছেন ডেলগার্ডো । দু'টি অ্যাসিস্টও আছে তাঁর । এবার সেই স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডারকেই কুয়াদ্রাতের সহকারী কোচ করল ইমামি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:লোবেরাকে না-পেলেও আরেক আইএসএল জয়ীকেই হটসিটে বসাল লাল-হলুদ

এখনও স্পেনের ক্লাব মন্তানেশার হয়ে খেলছেন তিনি। যদিও জুন মাসেই তাঁর চুক্তি শেষ হতে চলেছে। তারপরেই তিনি ইস্টবেঙ্গলে আসছেন। দীর্ঘদিন ধরেই ইস্টবেঙ্গলে ট্রফি নেই। আইএসএলের তিনটে মরশুমে শুধুই লজ্জাজনক পারফরম্যান্স। ভালো মানের ফুটবলারও সই করাতে পারছে না লাল-হলুদ ক্লাব। বাজেট সমস্যা কাটিয়ে এবার ভালো দল গড়ে ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করছে ইমামি এমনটাই দাবি কর্তাদের। ভালো দল গড়ার জন্য ক্লাব এবং লগ্নিকারী দু'পক্ষই একজোট হয়ে কাজ করছে। যদিও কোন কোন ফুটবলার এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলে সই করেছেন তা সরকারিভাবে জানা যায়নি। জুন মাসের প্রথম সপ্তাহে হয়তো ফুটবলারদের তালিকা প্রকাশ করতে পারে ইস্টবেঙ্গল।

ABOUT THE AUTHOR

...view details