নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: হকি ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক দিলীপ তিরকে (Dilip Tirkey) ৷ আজ হকি ইন্ডিয়ার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিতে তাঁকে সভাপতি বেছে নেওয়া হয়েছে (Hockey India President Election) ৷ সভাপতি নির্বাচিত হয়ে তিনি জানিয়েছেন, ভারতীয় হকিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য হবে ৷
আজ হকি ইন্ডিয়ার সভাপতি নির্বাচন ছিল ৷ যেখানে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক দিলীপ তিরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ৷ তবে, এই পদের জন্য় আরও দু’টি মনোনয়ন জমা পড়েছিল ৷ কিন্তু, শেষ মুহূর্তে তাঁরা মনোনয়ন প্রত্যাহার করে নেন ৷ ফলে সর্বসম্মতিতে সকলের সমর্থন নিয়ে ভারতীয় হকি প্রশাসনের মসনদে বসলেন তিনি ৷