লন্ডন, 14 অক্টোবর: নিলামে উঠছে দিয়েগো মারাদোনার (Diego Maradona) ‘হ্যান্ড অফ গড’ (Hand of God) গোলের সেই বল । ফুটবল ঈশ্বরের বাঁ-হাত ছুইয়ে ওই বল পরাস্ত করেছিল পিটার শিল্টনকে । বিতর্কিত ওই গোলেই 1986 সালের বিশ্বকাপ সেমিফাইনালের দরজা খুলে গিয়েছিল নীল-সাদা জার্সিধারীদের সামনে । ঘটনার 36 বছর পরে ওই বলই নিলামে উঠছে (Diego Maradona Hand of God ball) ।
আগামী মাসে অনলাইনে বিকোবে 'হ্যান্ড অফ গড'এর ওই বল । কাতার বিশ্বকাপের একটি বিশেষ অনুষ্ঠানে 16 নভেম্বর থেকে বিডিং শুরু হবে । তবে সম্ভাব্য ক্রেতারা 28 অক্টোবর থেকেই অনলাইনে নিলামে নিজেদের নাম নথিভুক্ত করতে পারে । লন্ডন-ভিত্তিক সংস্থা গ্রাহাম বাড নিলাম ঘর এক বিবৃতিতে জানিয়েছে, 2.5-3 মিলিয়ন ইউরো পর্যন্ত দাম উঠতে পারে । ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় 24 কোটি 3 লক্ষ 15 হাজার টাকা (Hand of God ball goes under hammer) ।