পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CFL 2023: জাঁকজমকে বোধন কলকাতা লিগ, জয় দিয়ে অভিযান শুরু ডায়মন্ড হারবারের - জাঁকজমক শুরু কলকাতা লিগের

প্রিমিয়ার ডিভিশনে জয় দিয়ে শুরু করল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি । সাদার্ন সমিতির বিরুদ্ধে প্রথম ম্যাচে 2-0 গোলে জিতল তারা ।

Etv Bharat
কলকাতা লিগের শুরুর দিন

By

Published : Jun 25, 2023, 10:54 PM IST

কলকাতা, 25 জুন: তিন বছর পরে কলকাতা মাঠে ফুটবল ফিরল তার প্রত্যাশিত ছন্দে । রবিবাসরীয় সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে জাঁকজকমপূর্ণভাবে শুরু হল কলকাতা ফুটবল লিগ । এর আগে কলকাতা লিগের কোনও দিন আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি । সেদিক থেকে এটা আইএফএর ছকভাঙা প্রয়াস বলাই যায় এবং তা আধুনিকতার ছোঁয়া সমৃদ্ধ । কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে লেজার শো, ঢাকের তালে কাঠি পড়ল এবং ফুটবলের ছন্দে দুলে উঠল কলকাতা লিগ । আর প্রথম ম্যাচে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এবং সাদার্ন সমিতি পরস্পরের মুখোমুখি হয়েছিল । প্রিমিয়ার ডিভিশনে জয় দিয়ে শুরু করল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি । সাদার্ন সমিতির বিরুদ্ধে প্রথম ম্যাচে 2-0 গোলে জিতল তারা ।

এবার কলকাতা লিগের প্রথম ম্যাচ ছোট দুই দলের লড়াই হলেও স্টেডিয়ামে সমর্থকদের ভিড় ছিল যথেষ্ট । ম্যাচের প্রথমার্ধে সাদার্ন সমিতি দাপট দেখালেও বিরতির পর তারা চাপ বজায় রাখতে পারেনি । শুরুতে আক্রমণের ঝাঁঝ বাড়ালেও গোলমুখে ব্যর্থতা সাদার্ন সমিতিকে এগিয়ে যেতে দেয়নি । প্রথমার্ধে প্রতি আক্রমণে গোলের সুযোগ তৈরি করতে চেয়েছিল ডায়মন্ড হারবার । কিন্তু দুটো শট নেওয়া ছাড়া সেভাবে ছাপ নেই কিবু ভিকুনার ছেলেদের ফুটবলে । অন্যদিকে 11টা শট নিয়েছে সাদার্ন সমিতি ।

বিরতির পরে ম্যাচের রাশ চলে যায় ডায়মন্ড হারবারের পায়ে । সাদার্ন সমিতি দাপট দেখাতে পারেনি । ভুল শুধরে দ্বিতীয়ার্ধে কামব্যাক কিবু ভিকুনার ডায়মন্ড হারবারের । ফলশ্রুতিতে 64 মিনিটের মাথায় প্রথম গোল । গোলদাতা সুপ্রতীপ বারুই । দুর্দান্ত হেডে গোল করেন তিনি । 67 মিনিটের মাথায় পরিবর্ত ফুটবলার সুপ্রিয় পন্ডিত গোল করেন । প্রতিপক্ষ রক্ষণের ভুলের সুযোগ নিয়ে তিনি দলকে এগিয়ে দেন । গোল করার পরে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্টাইলে সেলিব্রেশন করেন । ডায়মন্ড হারবার এগিয়ে যায় দুই গোলে । পিছিয়ে পড়ে প্রত্যাঘাতের চেষ্টা করে সাদার্ন সমিতি ।

78 মিনিটের মাথায় ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল সাদার্ন সমিতি । কিন্তু এক্ষেত্রে ফের গোলমুখে ব্যর্থতা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় । পোস্টের উপর দিয়ে চলে যায় সাদার্ন সমিতির প্রয়াস । 84 মিনিটের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব । কিন্তু বল গোলে রাখতে ব্যর্থ হয় ডায়মন্ড হারবার এফসির ফুটবলাররা । ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের ফের সুযোগ পেয়েছিল ডায়মন্ড হারবার এফসি । সুপ্রিয় পন্ডিত দুর্দান্ত শট বারপোস্টে লেগে প্রতিহত হয় । প্রিমিয়ার ডিভিশন লিগে জয় দিয়ে যাত্রা শুরু করার জন্য কিবু ভিকুনার ছেলেদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: 'ফুটবলার্স ফর হিউম্যানিটি'র ডাকে একজোট বঙ্গ ফুটবলাররা

ABOUT THE AUTHOR

...view details