পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ন্যাশনাল ইন্টারস্টেট সিনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সোনা ধুপগুড়ির ভৈরবীর - ভৈরবী রায়

জাতীয় প্রতিযোগিতায় সোনা পেলেন ধুপগুড়ির ভৈরবী রায় ৷ ট্রিপল জাম্প বিভাগে সোনা জিতেছেন তিনি ৷

ফাইল ফোটো

By

Published : Aug 30, 2019, 5:02 AM IST

ধুপগুড়ি, 30 অগাস্ট : ন্যাশনাল ইন্টারস্টেট সিনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সোনা পেলেন ধুপগুড়ির ভৈরবী রায়। ট্রিপল জাম্প বিভাগে সোনা জেতেন তিনি ৷ গতকাল সোনা জয়ের খবর ছড়িয়ে পড়তেই পশ্চিম মল্লিকপাড়ায় ভৈরবীর বাড়িতে ভিড় করেন প্রতিবেশীরা ৷ অভিনন্দন জানান তাঁর পরিবারের সদস্যদের ৷

দারিদ্রের সঙ্গে লড়াই করে উঠে এসেছেন ভৈরবী ৷ বাবা উকিল রায় কৃষিকাজ করেন ৷ অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে সামান্য আয় মা প্রভাবতী রায়ের। ফলে অনেক কষ্টে বড় হয়েছেন ভৈরবী ৷ পড়াশোনার পাশাপাশি চালিয়ে গিয়েছেন খেলাধূলা ৷ পরে তিনি রেলে চাকরি পাওয়ায় সংসারের কিছুটা হাল ফেরে ৷

আগেও বিভিন্ন মঞ্চে পেয়েছেন সাফল্য

ফোনে ভৈরবী জানান, দুর্গাপুজোতে বাড়িতে থাকতে পারবেন না ৷ কলকাতায় সেই সময় প্রশিক্ষণ চলবে । কারণ তাঁর পরবর্তী লক্ষ্য ওপেন ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। এর আগে, পুনেতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইন্টার রেলওয়ে চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি ৷

বাইচুং ভুটিয়ার সঙ্গে ভৈরবী

ABOUT THE AUTHOR

...view details