মিউনিখ, 27 মে : শুটিং বিশ্বকাপে ফের সোনা জিতলেন অপূর্বী চান্ডেলা । গতকাল মিউনিখে রুদ্ধশ্বাস লড়াইয়ে 0.2 পয়েন্টের ব্যবধানে 10 মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জেতেন ভারতীয় এই শুটার । এটি চলতি বছরে তাঁর দ্বিতীয় বিশ্বকাপ খেতাব ।
বিশ্বকাপে সোনা জয় অপূর্বীর - Apurvi Chandela Wins Year's Second Women's 10m Air Rifle World Cup Gold
চলতি বছর এটি অপূর্বীর বিস্বকাপে দ্বিতীয় সোনা জয়
গতকাল কোয়ালিফাইং রাউন্ডের শেষে প্রথম স্থানে ছিলেন অপূর্বী । তাঁর পয়েন্ট ছিল 633 । তাঁর থেকে 0.3 পয়েন্ট পিছনে ছিলেন অপর ভারতীয় শুটার ইলাভেনিল ভালারিভান । ফাইনালে ইলাভেনিল পিছিয়ে পড়লেও নিজের ছন্দ ধরে রাখেন অপূর্বী । চিনা শুটার লুয়াও ওয়াঙের সঙ্গে অপূর্বীর ফাইনালে জোরদার টক্কর চলছিল । এক শট বাকি থাকতে প্রথম স্থানে ছিলেন অপূর্বী । তাঁর পয়েন্ট ছিল 240.6 । অপরদিকে, দ্বিতীয় স্থানে থাকা ওয়াঙের 240.5 পয়েন্ট ছিল । তীব্র স্নায়ুচাপের মধ্যে শেষ শটে 10.4 পয়েন্ট পান অপূর্বী । আর 10.3 পয়েন্ট পান ওয়াং । সবমিলিয়ে 0.2 পয়েন্টে এগিয়ে সোনা জেতেন ভারতীয় শুটার । অনেক পিছিয়ে 229.4 পয়েন্ট পেয়ে তৃতীয় হন চিনের শু হং । মাত্র 0.1 পয়েন্টের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয় ইলাভেনিলের ।
গতবছর মিউনিখেই সোনা জেতার দৌড়ে থেকেও শেষ শটে মাত্র 5.9 পয়েন্ট পান অপূর্বী । তার জেরে চতুর্থ হন । সে প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অপূর্বী বলেন, "অবশ্যই, আমি ওটার (5.9 পয়েন্ট শটের) কথা ভাবছিলাম । কিন্তু, আমি ফাইনাল নিয়ে আর বেশি করে খেটেছি । তাই আমি আমার নিজের পরিকল্পনা বজায় রেখেছি । আর সেই ভাবনাকে আমার পারফরম্যান্সের উপর প্রভাব ফেলতে দিইনি । " মিউনিখের পর অপূর্বী 6টি বড় টুর্নামেন্টে খেলেছেন । এর মধ্যে তিনটি বিশ্বকাপ ছিল । চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লি বিশ্বকাপে প্রথম সোনা জেতেন অপূর্বী । গত মাসে বেজিং বিশ্বকাপে অল্পের জন্য পোডিয়াম হাতছাড়া হয় ।