পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Paralympics 2020 : জ্যাভলিনে জোড়া পদক, রুপো ও ব্রোঞ্জ জিতলেন দেবেন্দ্র ও সুন্দর - Tokyo Paralympics 2020

জ্যাভলিন থ্রোয়েই জোড়া পদক পেয়েছে ভারতের দুই রত্ন ৷ জ্যাভলিন থ্রো এফ46-এ রুপো জিতেছেন দেবেন্দ্র ঝাঝারিয়া ও সুন্দর সিং গুর্জর পেয়েছেন ব্রোঞ্জ ৷

রুপো ও ব্রোঞ্জ জিতলেন দেবেন্দ্র ও সুন্দর
রুপো ও ব্রোঞ্জ জিতলেন দেবেন্দ্র ও সুন্দর

By

Published : Aug 30, 2021, 10:10 AM IST

Updated : Aug 30, 2021, 10:19 AM IST

টোকিয়ো, 30 অগস্ট : টোকিয়ো প্যারালিম্পিক্সে আজকের দিনটা শুধু ভারতের ৷ একের পর এক পদক জয় সেরকমটাই যেন বলছে ৷ শ্যুটিংয়ে সোনা ও ডিসকাস থ্রোতে রুপোর পর আজ আরও দুটি পদক ভারতের ঝুলিতে ৷ একইদিনে জ্যাভলিন থ্রোয়েই জোড়া পদক পেয়েছে ভারতের দুই রত্ন ৷ জ্যাভলিন থ্রো এফ46-এ রুপো জিতেছেন দেবেন্দ্র ঝাঝারিয়া ও সুন্দর সিং গুর্জর পেয়েছেন ব্রোঞ্জ ৷

64.35 মিটার পর্যন্ত ছুঁড়ে রুপো পেয়েছেন দেবেন্দ্র ঝাঝারিয়া ৷ অন্যদিকে, গুর্জর 62.58 মিটারেই শেষ করেন ৷ যা তাঁর ঝুলিতে ব্রোঞ্চের পদক এনে দেয় ৷ অন্যদিকে, 67.79 মিটার ছুঁড়ে সোনা জেতেন শ্রীলঙ্কার দীনেশ প্রিয়ান ৷

আরও পড়ুন,Tokyo Paralympics 2020 : প্যারালিম্পিকসে প্রথম সোনা, ইতিহাস গড়ে শ্যুটিংয়ে সোনা জয় অবনি লেখারার; শুভেচ্ছা মোদির

দু'জনকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ঝাঝারিয়াকে উদ্দেশ্য করে লেখেন, খুব ভাল পারফরম্যান্স ৷ আমাদের অন্যতম অভিজ্ঞ অ্যাথলিট রুপো জিতেছে ৷ দেবেন্দ্র ভারতকে ক্রমাগত গর্বিত করে চলেছে ৷ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা ৷ সুন্দর সিং গুর্জরকেও শুভেচ্ছা জানিয়েছেন মোদি ৷

আরও পড়ুন,Tokyo Paralympics 2020 : আরও একটি পদক, ডিসকাস থ্রোতে রুপো জিতলেন যোগেশ কাঠুনিয়া

Last Updated : Aug 30, 2021, 10:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details