টোকিয়ো, 12 অগস্ট : কারও সমস্যাটা জন্মগত ৷ কাউকে আবার জীবনের কোনও এক পর্যায়ে এসে দুর্ঘটনার সামনে পড়তে হয়েছে ৷ কিন্তু হার মানেননি তাঁরা ৷ প্রতিবন্ধকতাকে জয় করে খেলাধুলোর জগতে তাঁরাও নিজেদের প্রতিষ্ঠিত করেছেন ৷ আন্তর্জাতিক পর্যায়ে এইসব মানুষদের নিজেদের প্রতিভা দেখানোর মঞ্চ হল প্যারালিম্পিকস ৷ কয়েকদিন আগেই শেষ হয়েছে টোকিয়ো 2020 সামার গেমস ৷ অলিম্পিকসের পর এবার টোকিয়োয় বসবে সামার প্যারালিম্পিকসের আসর ৷ যেখানে নীরজ চোপড়া, মীরাবাঈ চানুদের মতোই দেশের হয়ে পদক জিততে নিজেদের নিংড়ে দেবেন দেবেন্দ্র ঝাঁঝারিয়া, সাকিনা খাতুনরা ৷
এমাসেই শুরু হচ্ছে টোকিয়ো প্যারালিম্পিকস 2020 ৷ শুরু হবে 24 অগস্ট ৷ চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত ৷ সেই 1968 সাল থেকে প্রতিটি প্যারালিম্পিকসে অংশগ্রহণ করছে ভারত ৷ 2016 সালের রিও প্যারালিম্পিকসে ভারতীয় দল চারটি পদক নিয়ে ফিরেছিল ৷ এবারের প্যারালিম্পিকসে সবচেয়ে বেশি 54 জনের দল পাঠাচ্ছে ভারত ৷ যার মধ্যে 43 জন খেলোয়াড় রয়েছেন ৷ অ্যাথলেটিক্স, সাঁতার, শুটিংয়ের মতো ন‘টি খেলায় গোটা বিশ্বের প্যারা অ্যাথলিটদের সঙ্গে লড়বে ভারতীয় দল ৷ উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক রিও-র প্যারালিম্পিকসে হাইজাম্পে সোনাজয়ী অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলু ৷ এবারের 54 জনের দলে রয়েছেন দেবেন্দ্র ঝাঁঝারিয়া, একতা ভয়ান, প্রমোদ ভগতের মতো অভিজ্ঞ খেলোয়াড় ৷ প্যারালিম্পিকসে জ্যাভলিনে দু'বারের সোনাজয়ী অ্যাথলিট হলে দেবেন্দ্র ঝাঁঝারিয়া ৷
তিরন্দাজি
প্রথম পুরুষ তিরন্দাজ হিসেবে প্যারালিম্পিকসে যোগ্যতা অর্জন করেন হরভিন্দর সিং এবং বিবেক চিকারা ৷ দুজনই রিকার্ভ ব্যাক্তিগত বিভাগে লড়বেন ৷ এরপর বিশ্ব চ্যাম্পিয়নশিপের মাধ্যমে রাকেশ কুমার এবং শ্যাম সুন্দর যোগ্যতা অর্জন করেন ৷ তাঁদের ইভেন্ট কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগ ৷ একমাত্র মহিলা আর্চার হিসেবে টোকিয়ো যাচ্ছেন জ্যোতি বালিয়ান (কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগ) ৷ তিরন্দাজিতে ভারতীয় প্যারা অ্যাথলিটরা নামছেন 27 অগস্ট ৷
অ্যাথলেটিক্স