কলকাতা, 19 জানুয়ারি: ডার্বির আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ আইএসএল ও সুুপার কাপ মিলিয়ে শেষ সাত ম্যাচে অপরাজিত লাল-হলুদ ক্লাব ৷ তাই ডার্বিতে নামার আগে দলের প্রস্তুতি ও খেলোয়াড়দের মানসিকতা নিয়ে ইতিবাচক শোনাল কুয়াদ্রাতকে ৷ যা গত তিনবছরে কখনই হয়নি ইস্টবেঙ্গলের সঙ্গে ৷ তবে, ইস্টবেঙ্গলের কাছে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচই সুপার কাপের সেমিফাইনাল ৷
যা নিয়ে কোচের মত, “এটা ঠিক সুপার কাপে ভালো খেলছি। শুধু সুপার কাপ নয় আমরা আইএসএলের কয়েকটি ম্যাচে ভালো খেলেছি। কোচ হিসেবে এটা আমার কাছে তৃপ্তির। তবে ডার্বির গুরুত্ব আলাদা। দল যে ছন্দে রয়েছে সেকথা মানছি ৷” তবে অতীততে কী হয়েছে, আর কী হয়নি; তা নিয়ে ভাবতে নারাজ কার্লেস কুয়াদ্রাত ৷ চলতি মরশুমে দুই দলের দ্বৈরথের ফলাফল 1-1 ৷ কুয়াদ্রাত তা নিয়ে ভাবছেন না ৷ প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্টে বেশ কিছু বদল হয়েছে। সেই প্রশ্নেও লাল-হলুদ কোচ অবিচল ৷
তিনি বলছেন, “এটা সত্যিই ওদের দলেও বদল হয়েছে ৷ আমাদের দলেও বদল এসেছে ৷ আমরা যে ভালো খেলছি এটাও তো বদল ৷” বৃহস্পতিবার সন্ধ্যায় অনুশীলনে ডার্বি নিয়ে কোনও মানসিক চাপের ছবি ইস্টবেঙ্গলে দেখা যায়নি ৷ অনুশীলনে পুরো দলকে আত্মবিশ্বাসী দেখিয়েছে ৷ ফল যাই হোক না কেন ভালো ও লড়াকু ফুটবল খেলাই প্রধান লক্ষ্য ৷ দলের এই মানসিকতাই এখন কুয়াদ্রাতকে আশার আলো দেখাচ্ছে ৷