নয়াদিল্লি, 4 জুলাই : করোনা ভাইরাস প্যানডেমিকের দ্বিতীয় ঢেউয়ের পর সোমবার থেকে স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স খোলার অনুমতি দিল দিল্লি সরকার ৷ একটি অর্ডার জারি করে রবিবার দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি একথা জানায় ৷
তবে স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স খুললেও মানতে হবে কঠোর বিধিনিষেধ ৷ স্ট্যান্ডার অপারেটিং সিস্টেম অনুযায়ী সমস্ত প্রটোকল মেনে খুলতে হবে স্পোর্টস কমপ্লেক্স ৷ কোনও দর্শককে প্রবেশ করার অনুমতি দেওয়া যাবে না ৷ অর্ডারে আরও বলা হয়েছে, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, সুইমিং পুল, স্পা, স্কুল-কলেজ বন্ধ থাকবে ৷ এছাড়া সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতি, ধর্মীয় ও অন্য কোনও জমায়েত করা যাবে না ৷