নয়াদিল্লি, 29 মে : ছত্রশাল স্টেডিয়ামে খুনের মামলায় কুস্তিগীর সুশীল কুমারকে আরও চারদিনের পুলিশ হেফাজতে পাঠাল দিল্লি আদালত ৷ তদন্তের জন্য দিল্লি পুলিশ সুশীলকে আরও সাতদিন নিজেদের হেফাজতে চেয়েছিল ৷ শেষপর্যন্ত অলিম্পিকসে পদকজয়ী কুস্তিগীরকে চারদিনের পুলিশ হেফাজতে পাঠাল দিল্লির রোহিণী আদালত ৷ ঘটনায় সুশীল সহ মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
5 মে রাতে, 23 বছরের কুস্তিগীর সাগর রানা ও তাঁর বন্ধুদের বেধড়ক মারধর করেন অন্য কুস্তিগীররা ৷ পুলিশের তরফে জানানো হয়, ওই ঘটনায় যুক্ত রয়েছেন অলিম্পিকসে দুই বারের পদকজয়ী সুশীল কুমার । আরও কয়েকজন কুস্তিগীরও ঘটনার সঙ্গে জড়িত ছিলেন । এদিকে সাগর রানার মৃত্যুর পর থেকে ফেরার ছিলেন সুশীল ৷ তাঁর বিরুদ্ধে খুনের মাললা রুজু করে দিল্লি পুলিশ ৷ ছত্রশাল স্টেডিয়ামে ঝামেলার ঘটনা ও সাগর রানার মৃত্যুর ঘটনায় সুশীল ও আরও 6 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত ৷ তাঁর বাড়িতে হানা দিয়েও সুশীলকে ধরতে পারেনি পুলিশ ৷ পুলিশের অনুমান ছিল, গ্রেফতারি এড়ানোর জন্য প্রথমে হরিদ্বার ও পরে ঋষিকেশে গা ঢাকা দিয়ে থাকতে পারেন সুশীল ৷