কলকাতা, 29 জুলাই: প্রীতম কোটালের সঙ্গে চুক্তি নবীকরণ সেরে ফেলল এটিকে মোহনবাগান। শুক্রবার সবুজ-মেরুনের তরফ থেকে বাঙালি ডিফেন্ডারকে দলে রেখে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল ৷ প্রীতম ইতিমধ্যেই দলের অনুশীলনেও যোগ দিয়েছেন (Defender Pritam Kotal renews his contract with ATK Mohun Bagan)। চুক্তি নবীকরণের পর জাতীয় দলের ডিফেন্ডার জানিয়েছেন, "সবুজ-মেরুন জার্সি পড়ার আবেগটাই অন্যরকম। নতুন মরশুমে আমাদের এশীয় পর্যায়ে সেরা প্রমাণের সুযোগ রয়েছে। এএফসি কাপের সেমিফাইনাল জেতার জন্য ঝাঁপাতে হবে। এবার আমাদের দল আরও শক্তিশালী। ভালো তিনজন নতুন বিদেশিকে দল সই করিয়েছে। যা দল হয়েছে তাতে আমি মনে করি এশীয় পর্যায়ে ভালো ফল করা সম্ভব।"
প্রীতম জানান, গত মরশুমে যে টুর্নামেন্টগুলোতে চ্যাম্পিয়ন হওয়া হয়নি তার জন্য এবার ঝাঁপাবে তাঁর দল ৷ গত বছর দলের হয়ে সবচেয়ে বেশী ম্যাচ খেলেছিলেন তিনি ৷ কোচ ফেরান্দো তাঁকে নেতৃত্বের দায়ভারও সঁপে দিয়েছিলেন। তাই চুক্তি ফুরোলেও নতুন মরশুমে জুয়ান ফেরান্দোর ভাবনায় প্রীতম যে থাকবেন, তা অনুমান করা গিয়েছিল। স্টিফেন কনস্ট্যানটাইন ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর শোনা গিয়েছিল প্রীতম কোটালকে দলে নেওয়ার চেষ্টা করা শুরু করেছে ইস্টবেঙ্গল। তবে তা যে হচ্ছে না, ইটিভি ভারত তা আগেই জানিয়েছিল। তাতেই এদিন সিলমোহর দিলেন প্রীতম এবং সবুজ-মেরুন ৷