পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো কুস্তিগীর দীপকের

পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে 7টি পদক নিয়ে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ অভিযান শেষ করল ভারত ।

Deepak Punia
Deepak Punia

By

Published : Apr 19, 2021, 2:15 PM IST

আলমাতি (কাজাখস্তান), 19 এপ্রিল : এশিয়ান কুস্তি চ্য়াম্পিয়নশিপের ফাইনালে হেরে গেলেন ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়া । ফাইনালে বছর একুশের দীপকের প্রতিপক্ষ ছিলেন অলিম্পিক চ্যাম্পিয়ন হাসান যাজদানিচরাতি । ফাইনালে দীপককে 10-0 ফলাফলে হারালেন হাসান । ফলে রুপো নিয়েই দেশে ফিরতে হচ্ছে দীপককে । ইতিমধ্যেই টোকিয়ো অলিম্পিকসের জন্য যোগ্যতা অর্জন করেছেন দীপক ।

86 কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে প্রতিপক্ষের লাগাতার আক্রমণের মুখে পড়েন দীপক । রক্ষণ সামলাতে পারেননি । ফলে ইরানের অলিম্পিক চ্যাম্পিয়নের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি দীপক পুনিয়া । এই নিয়ে দ্বিতীয়বার ইরানিয়ান কুস্তিগীরের মুখোমুখি হলেন দীপক । যদিও লড়লেন এই প্রথমবার । কারণ পায়ের চোটের কারণে 2019 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ফাইনাল থেকে নাম তুলে নিয়েছিলেন দীপক । ফলে সেবারও রুপো নিয়ে ফিরতে হয় তাঁকে ।

আরও পড়ুন : ফরাসি ওপেনে খেলবেন, নিশ্চিত করলেন ফেডেরার

দীপকের পাশাপাশি একইদিনে ব্রোঞ্জ জিতেছেন আরও এক ভারতীয় কুস্তিগীর সঞ্জিত । 92 কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে উজবেকিস্তানের প্রতিপক্ষ রুস্তম শোদিয়েভের কাছে হেরে যান তিনি । এই নিয়ে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে 7টি পদক নিয়ে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ অভিযান শেষ করল ভারত । পদক সংখ্যায় ভারত দ্বিতীয় নম্বরে । তার আগে রয়েছে ইরান ।

ABOUT THE AUTHOR

...view details