মুম্বই, 7 সেপ্টেম্বর:স্থগিত হয়ে গেল 2028 সালের অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত । আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি’র কার্যনির্বাহী বোর্ড পরিকল্পনা অনুযায়ীই সভা করবে ৷ তবে, অলিম্পিক্সে নতুন খেলার অন্তর্ভুক্তির আলোচনা অ্যাজেন্ডা 2028 থেকে বাদ দেওয়া হয়েছে। একইসঙ্গে অলিম্পিক্স কমিটি নির্ধারিত অনলাইন মিডিয়া কনফারেন্সও স্থগিত করেছে ৷ এই কনফারেন্সে 2028 সালে লস অ্যাঞ্জেলেস (এলএ) অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হওয়া নতুন খেলাগুলি ঘোষণা করার কথা ছিল ।
আগামিকাল অর্থাৎ 8 সেপ্টেম্বর সুইৎজারল্যান্ডের লুসানে সভা করবে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি’র কার্যনির্বাহী বোর্ড ৷ সেখানে ক্রিকেটকে ক্রীড়াবিশ্বের সবচেয়ে উৎসবে অন্তর্ভুক্তি নিয়ে কোনও আলোচনা হবে না ৷ তবে আশা করা হচ্ছে, 15-17 অক্টোবর কার্যনির্বাহী বোর্ড মুম্বইয়ে যে সভা করবে, সেখানে ক্রিকেটের অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা করা হবে।
বুধবার এক বিবৃতিতে আইওসি জানিয়েছে, "আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি’র কার্যনির্বাহী বোর্ডের জন্য প্রাথমিকভাবে পরিকল্পনা করা অ্যাজেন্ডার মধ্যে একটি ছিল অলিম্পিক্স গেমসে অন্তর্ভুক্ত হতে চলা খেলাগুলির উপর অলিম্পিক্স প্রোগ্রাম কমিশনের একটি প্রতিবেদন । আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি’র কার্যনির্বাহী বোর্ডের জন্য চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করার সুযোগ ছিল। ফলস্বরূপ, লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের অন্তর্ভুক্তির বিষয়টি পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে।"