পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mohun Bagan Seretary to CM : ক্লাব তাঁবু উদ্বোধনের আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বাগানের নয়া সচিব

ক্লাবের নবনিযুক্ত সহ-সভাপতি কুণাল ঘোষের সঙ্গে সোমবার নবান্নে পৌঁছে গিয়েছিলেন মোহনবাগানের নতুন সচিব। আলোচনার মাঝেই মুখ্যমন্ত্রীকে নয়া ক্লাব তাঁবু উদ্বোধনের অনুরোধ করেন দেবাশিসবাবু (Debashis Dutta urges Mamata Banerjee to inaugurate new Mohun Bagan tent) ।

Mohun Bagan New Club Tent
ক্লাব তাঁবু উদ্বোধনের আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বাগানের নয়া সচিব

By

Published : Apr 5, 2022, 8:34 AM IST

Updated : Apr 5, 2022, 8:55 AM IST

কলকাতা, 5 এপ্রিল : শুরু থেকেই ক্লাবকে নতুন দিশায় চালিত করতে উদ্যোগী মোহনবাগানের নয়া সচিব দেবাশিস দত্ত ৷ নয়া ক্লাব তাঁবু উদ্বোধনের আর্জি নিয়ে এবার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের দ্বারস্থ হলেন তিনি । ক্লাবের নবনিযুক্ত সহ-সভাপতি কুণাল ঘোষের সঙ্গে সোমবার নবান্নে পৌঁছে গিয়েছিলেন মোহনবাগানের নতুন সচিব । সাক্ষাৎ করে মুখ‍্যমন্ত্রীর হাতে ক্লাবের অমর একাদশের একটি স্মারক তুলে দেন দেবাশিসবাবু ৷ বিভিন্ন ইস্যু নিয়ে মুখ‍্যমন্ত্রীর সঙ্গে আলোচনাও হয় তাঁর । আলোচনার মাঝেই মুখ্যমন্ত্রীকে নয়া ক্লাব তাঁবু উদ্বোধনের অনুরোধ করেন দেবাশিসবাবু (Debashis Dutta urges Mamata Banerjee to inaugurate new Mohun Bagan tent) ।

রাজ্য সরকারের আর্থিক সহায়তায় সম্প্রতি মোহনবাগান ক্লাব তাঁবুর বিপুল সংস্কার হয়েছে ৷ মাঝে কিছুদিনের জন্য কাজ থমকে থাকলেও শীঘ্রই ফের শুরু হবে কাজ ৷ ক্লাব তাঁবুর আভ্যন্তরীণ সংস্কার যে টুকু অবশিষ্ট রয়েছে, তা শেষ করা হবে ৷ পাশাপাশি চুনী গোস্বামীর নামাঙ্কিত ক্লাবের মূল প্রবেশদ্বার তৈরি হবে । নতুন রূপে মোহনবাগান তাঁবুর উদ্বোধন হোক মুখ‍্যমন্ত্রীর হাত দিয়েই, এমনটাই চাইছে মোহনবাগানের নতুন কর্মসমিতি । আর কর্মসমিতির সেই আর্জি নিয়েই মুখ‍্যমন্ত্রীর কাছে নয়া সচিব ৷

আরও পড়ুন : প্রথমদিনই লক্ষ্য বেঁধে দিলেন ফেরান্দো, এএফসির প্রস্তুতি শুরু বাগানে

দেবাশিস দত্ত এ ব্যাপারে বলেন, "আমি এবং কুণাল ঘোষ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছি ৷ মুখ্যমন্ত্রী সবসময় আমাদের পাশে ছিলেন, এ ব্যাপারেও রয়েছেন ৷ ক্লাব তাঁবু নতুন করে গড়ে তোলার পিছনে রাজ‍্য সরকারের বড় ভূমিকা আছে ৷ ক্লাব তাঁবুর কাজ এখনও কিছুটা বাকি রয়েছে ৷ কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর ক্লাব তাঁবু উদ্বোধন করার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি ৷ কাজ শেষ হলে উনি আমাদের জানাতে বলেছেন ৷ মুখ‍্যমন্ত্রীর সময়মতো আমরা ক্লাব তাঁবুর উদ্বোধনের কথা ভেবে রেখেছি ।" এদিকে এটিকে মোহনবাগান ব্যস্ত তাদের আসন্ন এএফসি কাপের প্রস্তুতিতে ৷ দলকে দ্রুত আর্ন্তজাতিক ম্যাচের জন্য গড়ে তুলতে কোনও কার্পণ্য করতে রাজি নন কোচ জুয়ান ফেরান্দো ।

Last Updated : Apr 5, 2022, 8:55 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details