কলকাতা, 10 অগস্ট: শনিবার ডুরান্ড ডার্বি। মরশুমের প্রথম বড় ম্যাচে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল। কিন্তু সেই ম্যাচে নামার আগেই ডুরান্ড কমিটির সঙ্গে সংঘাতে জড়িয়েছেন লাল-হলুদ কর্তারা। ডার্বির টিকিট নিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের প্রতিবাদকে কটাক্ষ করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তাঁর কথায় ডার্বিতে টানা নয় হারের সাক্ষী যাতে না-থাকতে হয় সেই জন্যই লাল-হলুদ কর্তারা টিকিট বয়কটের পথে হাঁটলেন। ক্রীড়ামন্ত্রী অরূপ রায়ের ডাকা আলোচনা সভা থেকে যেভাবে ইস্টবেঙ্গল কর্তারা বেরিয়ে এসেছিলেন তা মেনে নেওয়া যায় না।
দেবাশিস দত্ত বলেছেন, "সেনাবাহিনীর ডুরান্ড কাপ আয়োজনে কিছু ত্রুটি রয়েছে। আগামী কয়েকবছর আয়োজনের মধ্যে দিয়ে সুষ্ঠু আয়োজনের বিষয়টিতে সেনাবাহিনী সড়গড় হবে বলে ৷" তাই ইস্টবেঙ্গলের মতো ওয়াকআউটের রাস্তায় না-হেঁটে মোহনবাগান মধ্যপন্থা নিয়েছে বলে জানিয়েছেন দেবাশিস দত্ত। তিনি মানছেন যে পরিমাণ টিকিট দুই প্রধানকে দেওয়া হয়েছে তা দিয়ে চাহিদা মেটানো কঠিন। বৃহস্পতিবার থেকে ডার্বির টিকিট বিক্রি শুরু হয়েছে। তা কিনতে গোষ্ঠ পাল সরণি এবং লেসলি ক্লডিয়াস সরণিতে যে সর্পিল লাইন পড়েছিল তা অবিশ্বাস্য।