কলকাতা, 29 অক্টোবর: হেডস্যর বলেছেন তাঁরা তৈরি । ফুটবলাররাও পালটা দেওয়ার জন্য তৈরি হচ্ছেন । ডার্বির আগে তেতে উঠছে লাল-হলুদ । এবার দলকে তৈরি করতে মাঠে নেমে পড়লেন কর্তারাও । সবার একটাই সুর, 'মাঠেই জবাব দেবে ইস্টবেঙ্গল' । শনিবারের ডার্বির আগে হুঙ্কার দিয়ে রাখলেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকারও ।
বড় ম্যাচ জিততে গেলে মস্তানের দরকার হয় । ডুরান্ড কাপের ডার্বিতে নামার আগেও একই মন্তব্য শোনা গিয়েছিল লাল-হলুদ শীর্ষকর্তার গলায় । তবে এবার দেবব্রতর উপলব্ধি, সেই সময় দলটা একেবারেই তৈরি ছিল না । তবে এবারে দলে অনেক 'মস্তান' রয়েছে । তিনি বলেন, ''দলে মস্তান অনেকেই আছে । মস্তান না-হলে এই জার্সি পরেছে কেন ? ইস্টবেঙ্গলের জার্সি পরলে মস্তানি করতেই হবে । মস্তানিটা ভেতর থেকে আসতে হবে।''
শেষ ছ'টি ডার্বিতে মোহনবাগান জিতেছে, ফলে নানা ধরনের কথা শুনতে হচ্ছে লাল-হলুদ সমর্থকদের । তবে এবার চাকা ঘুরবে বলেই প্রত্যয়ী দেবব্রত । ডার্বি মানেই নতুন একটা ম্যাচ । ইস্টবেঙ্গল ফুটবলাররা মাঠে খেলেই সমস্ত অপমানের জবাব দেবে বলেই মনে করছেন ইস্টবেঙ্গল কর্তা । দেবব্রত বলেন, ''মোহনবাগান তো অনেক কিছুই বলছে । সব কথার উত্তর দিতে হবে ? আমরা মাঠেই এর উত্তর দেব । তার অপেক্ষায় থাকছি ।'' ডার্বির আগে নতুন করে পেপটক দেওয়ার প্রয়োজন হয় না বলেই মনে করেন দেবব্রত সরকার । তিনি বলেন, ''এখনকার ফুটবলারদের মোটিভেট করতে হয় না । সকলেই পেশাদার । সকলেই জানে এই ম্যাচের গুরুত্ব কী । আগামিদিনে বেঁচে থাকতে হলে এই ম্যাচে ভালো খেলতেই হবে ।''