পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mohammedan Supporter Death: খেলা দেখতে এসে মৃত্যু মহমেডান সমর্থকের, উত্তপ্ত ময়দান

আর্মি রেডের বিরুদ্ধে মহমেডানের খেলা দেখতে গিয়ে মৃত্যু হয়েছে এক সমর্থকের ৷ ম্যাচের মাঝেই অসুস্থ হয়ে পড়েন খিদিরপুরের বাসিন্দা সিরাজউদ্দিন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

Etv Bharat
খেলা দেখতে এসে মৃত্যু মহমেডান সমর্থকের

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 11:06 PM IST

খেলা দেখতে এসে মৃত্যু মহমেডান সমর্থকের

কলকাতা, 31 অগস্ট: মহমেডানের ড্রয়ের দিনে সমর্থকের মৃত্যু। ম্যাচ দেখতে এসে প্রাণ হারালেন এক মহামেডান সমর্থক। বৃহস্পতিবার ঘরের মাঠে আর্মি রেডের বিরুদ্ধে দলের খেলা দেখতে হাজির হয়েছিলেন খিদিরপুরের বাসিন্দা সিরাজউদ্দিন। ম্যাচের মাঝেই অসুস্থ হয়ে পড়ায় দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

মহমেডান স্পোর্টিং ক্লাব সচিব ইস্তিয়াক আহমেদ বলেন, "সিরাজউদ্দিন খেলা পাগল ছিল। মহামেডানের সমর্থক হলেও সব দলের খেলা দেখতে যেত। ওর পরিবারে শুধু ছেলে আছে। আমরা আজ ওর পরিবারের সঙ্গে কথা বললাম। অবশ্যই ওর ছেলের জন্য কিছু করব।" খিদিরপুরে সিরাজউদ্দিনের বাড়িতে যান আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত-সহ আইএফএ ও মহামেডান কর্তারা।

জানা গিয়েছে, মহমেডানের বিরুদ্ধে পেনাল্টি দেওয়ায় দ্বিতীয়ার্ধের মাঝামাঝি উত্তাল হয় সাদা-কালো গ্যালারি। মাঠে জলের বোতল ছোড়ার পাশাপাশি ফেন্সিং টপকে মাঠে নেমে পড়েন কিছু সমর্থক। মিনিট দশেক বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়। এই সময়ই সিরাজউদ্দিন অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই আইএফএ-র মেডিকেল ইউনিট ও মহমেডান কর্তারা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন: গোয়া ‘বধ’ বাগানের, 19 বছর পর ডুরান্ড ফাইনালে ডার্বি

ম্যাচে অবশ্য শেষবেলায় গোল করে হার বাঁচাল মহামেডান। 67 মিনিটে ক্রিস্টোফার কামেইয়ের গোলে এগিয়ে যায় আর্মির দলটি। খেলা শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ডেভিড। লিগে 11 গোল করে ফেললেন তিনি। পাশাপাশি 10 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ডও নিশ্চিত করে ফেলল মহামেডান। দীর্ঘ সময় পর ঘরের মাঠে ফ্লাডলাইটে ম্যাচ খেলল ময়দানের কোনও প্রধান। তবে দিনটা একেবারেই স্মরণীয় হল না সাদা-কালো শিবিরের জন্য।

আরও পড়ুন: বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ নর্থ-ইস্টের, অবস্থান স্পষ্ট করল ইস্টবেঙ্গল

ABOUT THE AUTHOR

...view details