নয়াদিল্লি, 4 এপ্রিল: দু’বারের কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন ভারোত্তোলক সঞ্জিতা চানুকে 4 বছরের জন্য় সাসপেন্ড করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির ডিসিপ্লিনারি প্যানেল ৷ গতবছর হওয়া ডোপ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে ৷ 29 বছরের ভারতীয় ভারোত্তলকের ডোপিং পরীক্ষায় অ্যানাবলিক স্টেরয়েডের প্রমাণ পাওয়া গিয়েছে ৷ যা ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির তালিকায় নিষিদ্ধ ড্রাগ হিসেবে চিহ্নিত ৷ সঞ্জিতা চানুর ডোপ স্যাম্পেল 2022 সালের 30 সেপ্টেম্বর নেওয়া হয়েছিল ৷ সেই সময় গুজরাতে ভারোত্তলনের ন্যাশনাল গেমসের খেলা চলছিল ৷
নাডার তরফে জানানো হয়েছে, অ্যাথলিট সঞ্জিতা চানু নাডার এডিআর-এর আর্টিক্যাল 2.1 ও 2.2 বিধিভঙ্গ করেছেন ৷ আর তাই নাডার এডিআর আর্টিক্যাল 10.2.1 অনুযায়ী, 4 বছরের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে ৷ নাডার তিন সদস্যের অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের প্রধান চৈতন্য মহাজন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৷ সঞ্জিতার উপর এই নিষেধাজ্ঞা 2022 সালের 12 নভেম্বর থেকে লাগু করা হয়েছে ৷ ওই দিন থেকে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল ৷