নয়াদিল্লি, 28 অগস্ট: বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীর পূজা সিহাগের (CWG Bronze Medalist Pooja Sihag) স্বামী অজয় নন্দালের অস্বাভাবিক মৃত্যু ৷ হরিয়ানার রহতকে শনিবার মাঝরাতে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ (Wrestler Pooja Sihag Husband Dies) ৷ এর পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করনে ৷ এই ঘটনায় অজয় নন্দালকে এক বন্ধু মাত্রাতিরিক্ত মাদক সেবন করিয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর বাবা ৷
রহতাকের ডেপুটি পুলিশ সুপার মহেশ কুমার জানিয়েছেন, শনিবার মাঝরাতে অজয় নন্দালের দেহ পাওয়া গিয়েছে ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তবে, অজয় নন্দালের বাবা তাঁর বন্ধু রবির বিরুদ্ধে অভিযোগ এনেছেন ৷ তিনি পুলিশকে জানিয়েছেন, রবি অজয় নন্দালকে মাদক সেবন করিয়েছেন ৷ সেই কারণেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনাটি ঘটেছে, মহারানি কিশোরী জাট কন্যা কলেজের কাছে ৷ পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে ৷ সেখানে মাদক সেবনের প্রমাণ পেলে অজয় নন্দালের বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷