মুম্বই, 3 অগস্ট: গত 1 অগস্ট ভারতীয় সময় মাঝরাতে বিদেশের মাটিতে ইতিহাস গড়েছেন হওড়ার দেওলপুর গ্রামের ছেলে অচিন্ত্য শিউলি ৷ ভারোত্তোলনে ভারতের হয়ে সোনা জিতেছেন তিনি ৷ বাংলার অনামী দেওলপুর গ্রামের ছেলের কৃতিত্বে ধন্য ধন্য করছে দেশ ৷ অচিন্ত্যর সাফল্য এবং জীবন সংগ্রামের কাহিনী পৌঁছেছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের কাছেও ৷ সেই কথা উল্লেখ করে অচিন্ত্যকে অভিনন্দন জানালেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar Congratulates Achinta Sheuli for His Gold in Weightlifting) ৷ যেখানে উঠে এসেছে হাওড়ার বাড়িতে তাঁর জরির কাজ প্রসঙ্গও ৷
অচিন্ত্য শিউলি আজ বাংলা তথা সমগ্র ভারতের গর্ব ৷ কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারোত্তোলনে সোনাজয়ী অচিন্ত্যর সাফল্য এবং তার পিছনের থাকা কঠিন লড়াইয়ের কাহিনী পৌঁছে গিয়েছে আরব সাগরের পারে সচিন রমেশ তেন্ডুলকরের কাছেও ৷ সেই কথা উল্লেখ করেই অচিন্ত্যকে অভিনন্দন জানিয়েছেন লিটল মাস্টার (Sachin Tendulkar) ৷
সচিন তাঁর টুইটে লিখেছেন, ‘‘পরিবারকে সাহায্য করতে হাওড়ায় দরজির কাজ করা দিয়ে যাত্রা শুরু ৷ সেখান থেকে বার্মিংহ্যামে ভারতীয় তেরঙ্গাকে শিখরে ওড়ানো ৷ সত্যি অসাধারণ সফর এবং অনুপ্রেরণাদায়ী কাহিনী, অচিন্ত্য! সোনার পদক জয়ের জন্য তোমাকে অভিনন্দন এবং ভারতীয় সেনাকেও কুর্নিশ খেলার সঙ্গে জড়িত প্রতিভাদের সমর্থন করার জন্য ৷’’
আরও পড়ুন:ভারোত্তোলনে পুরুষদের 96 কেজি বিভাগে রুপো জয় বিকাশ ঠাকুরের