বার্মিংহ্যাম, 9 অগস্ট: 2022 কমনওয়েলথ গেমসে দুরন্ত ভারতীয় অ্যাথলিটরা ৷ 22টি সোনা-সহ 61টি পদক জিতে বার্মিংহ্যাম থেকে ফিরছে ভারত ৷ গেমসে তারা শেষ করেছে চতুর্থস্থানে ৷ 22টি সোনার পাশাপাশি 16টি রুপো ও 23টি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে ৷ এ বছর আরও একটি রেকর্ড গড়েছে ভারতীয় প্রতিযোগীরা ৷ চতুর্থ দেশ হিসাবে কমনওয়েলথে দু'শোর বেশি স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়ে ফেলেছে ভারতীয় অ্যাথলিটরা (India Creates History Becomes Fourth Country to Win 200 Gold Medals in Commonwealth) ৷
কমনওয়েলথ গেমসের শেষদিনে ভারতের ঝুলিতে এসেছে চারটি সোনা ৷ চারটি পদক এসেছে ব্যাডমিন্টন ও টেবিল টেনিসে ৷ শাটলার পি ভি সিন্ধু, লক্ষ্য সেন ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জিতেছেন ৷ পুরুষদের ডবলসে সোনা জিতেছেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷ অন্যদিকে, পুরুষদের টেবল টেনিস সিঙ্গলসে সোনা জিতেছেন প্যাডলার শরথ কমল ৷
উল্লেখ্য, এ বছর ভারতের হয়ে সবচেয়ে বেশি সোনা জিতেছেন কুস্তিগীররা ৷ কুস্তিতে মোট 6টি সোনা এসেছে ভারতের ঝুলিতে ৷ মোট পদক জয়েও বাকি খেলোয়াড়দের পিছনে ফেলে দিয়েছেন ভারতীয় পালোয়ানরা ৷ 6টি সোনার সঙ্গে একটি রুপো এবং 5টি ব্রোঞ্জ জিতে মোট 12টি পদক এসেছে কুস্তিতে ৷ এর পরেই মোট পদক জয়ের তালিকায় রয়েছে ভারোত্তোলকরা ৷ মোট 10টি পদক এসেছে ভারোত্তোলনে ৷ যেখানে 3টি সোনা জিতেছেন ভারতীয় ভারোত্তোলকরা ৷ যাঁদের মধ্যে রয়েছেন, বাংলার অচিন্ত্য শিউলি ৷ তিনি 73 কেজি বিভাগে রেকর্ড ওজন তুলে সোনা জিতেছেন ৷
আরও পড়ুন:কমনওয়েলথ ব্যাডমিন্টনে ঐতিহাসিক সোনার হ্যাটট্রিক ভারতের