দোহ, 6 ডিসেম্বর: টাইব্রেকারে গোল বাঁচানোর হ্যাটট্রিক করে ক্রোয়েশিয়াকে শেষ আটে নিয়ে গেলেন গোলরক্ষক লিভাকোভিচ। নায়ক হলেন জাপানের তিনটি শট বাঁচিয়ে (Croatia beats Japan) । আর তাই একটি শট বাকি থাকতেই ক্রোয়েশিয়া 3-1 গোলে টাইব্রেকার জিতল। ম্যাচের সম্পূর্ণ স্কোর হয় 4-2।
প্রতিপক্ষের বড় নামের ভয়ে কুকড়ে থাকা নয়। বরং কাতারে এশিয় ফুটবলকে বিশ্বের আঙিনায় নতুন ভাবে মেলে ধরেছে জাপান। তারাই এবারের জায়ান্ট কিলার। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিদায়ের কারণ সামুরাইয়ের দেশ। আরেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনও তাদের বিরুদ্ধে পরাজিত। শেষ ষোলোয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম থেকেই খেলার রাশ নিজেদের পায়ে তুলে নিয়েছিল তারা। একের পর এক আত্মবিশ্বাসী আক্রমণে ক্রোটদের রক্ষণকে ব্যাকফুটে ঠেলেও দিয়েছিল অনায়াস দক্ষতায়। কামাদা, মেদা, ডোয়ানদের দ্রুতলয়ের ফুটবলের সামনে লুকা মদ্রিচ, পেরিসিচ, পেটকোভিচরা বারবার সমস্যায় পড়ছিলেন। 43 মিনিটে মেদার গোলে এগিয়ে যায় জাপান। ততক্ষণে মনে হচ্ছিল ফের বোধহয় অঘটন ঘটতে চলেছে (Croatia was struggling in the first half of the match)।