পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Cristiano Ronaldo: 5 ক্লাব, 500 গোল ! ক্লাব ফুটবলের 'অথ রোনাল্ডো কথা' - রোনাল্ডো

ফের রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । ক্লাব ফুটবলে 500 গোলের মাইলফলক ছুঁলেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার । আল নাসেরের হয়ে এক ম্যাচে 4 গোল করে বুঝিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়নরা উল্কার মতো ফিরে আসেন (Ronaldo takes his Club goals tally past 500) ।

Cristiano Ronaldo takes his league goals tally past 500
Cristiano Ronaldo takes his league goals tally past 500

By

Published : Feb 10, 2023, 8:34 PM IST

Updated : Feb 10, 2023, 8:39 PM IST

রিয়াধ, 10 ফেব্রুয়ারি: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দস সান্তোস আভেইরো (Cristiano Ronaldo)। বিশ্ব যাকে চেনে 'সিআরসেভেন' নামে । চিরপ্রতিদ্বন্ধী মেসি বিশ্বসেরা হওয়ার পর থেকেই 'GOAT' বিতর্কে ইতি টেনেছেন অনেকে । কিংবদন্তিদের দৌড়ে খানিক পিছিয়ে গেলেও রোনাল্ডো আছেন স্বমহিমাতেই । আল নাসেরের হয়ে মাঠে নেমে নয়া রেকর্ড গড়লেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার (Ronaldo takes his Club goals tally past 500) ।

সৌদির লিগে 4-0 গোলে আল ওয়াহদাকে উড়িয়ে দিয়েছে আল-নাসের । চারটি গোলই এসেছে দলের সবচেয়ে দামি খেলোয়াড়ের পা থেকে । একই সঙ্গে রেকর্ডও গড়লেন তিনি । ক্লাবের হয়ে রোনাল্ডোর সম্মিলিত গোলসংখ্যা 500 । খেলেছেন 654টি ম্যাচ । সামনে রয়েছেন শুধু প্রয়াত কিংবদন্তি, পেলে । যার ক্লাব ফুটবলে ঘরোয়া লিগে গোলসংখ্যা 604 । ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মেসিও, 564 ম্যাচে তাঁর গোলসংখ্যা 490 ।

এ যাবৎ মোট পাঁচটি ক্লাবে খেলেছেন রোনাল্ডো । লিসবন স্পোর্টিংয়ের হয়ে যাত্রা শুরু । সেখান থেকে পাড়ি জমিয়েছিলেন ইংল্যান্ডে । ম্যান ইউ'তে স্যর আলেক্স ফার্গুসনের সংস্পর্শে এসেই ক্রিশ্চিয়ানোর রোনাল্ডো হয়ে ওঠা । রেড ডেভিলদের ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন 2009 সালে । লস ব্ল্যাঙ্কোসদের হয়েই জীবনের সেরা সময়টা কাটিয়েছেন তিনি । সেখান থেকে পাড়ি জমান ইতালিতে । জুভেন্তাসের হয়ে শতাধিক গোল করলেও তাঁর সময়কালে কোনও ট্রফি আসেনি জুভের ক্যাবিনেটে । মাঝে ফের ফিরে গিয়েছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ।

5 ক্লাবের হয়ে 500 গোল

সম্প্রতি রেকর্ড অর্থে সৌদির ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন রোনাল্ডো । টাকার অঙ্কটা রোনাল্ডোসুলভ হলেও ক্লাব ও সৌদির লিগ কতটা ক্রিশ্চিয়ানোর সমতুল্য, তা নিয়ে প্রশ্ন থেকেই যায় । অনেকেই বলছেন, ইউরোপ থেকে আল-নাসেরে সই করা রোনাল্ডো ফুটবলের মূল কক্ষপথ থেকেই বিচ্যুত । কিন্তু যিনি শূন্য থেকে শুরু করে পৌঁছেছেন 'সব পেয়েছির দেশে', তাঁকে উপেক্ষা করা কি এতই সহজ ? কারণ, চ্যাম্পিয়নরা উল্কার মতো কখন ফিরে আসেন, সে সম্পর্কে কোনও পূর্বাভাসই মেলে না । 4 গোলে নয়া রেকর্ড লিখে সেই বার্তাই কি দিয়ে রাখলেন ক্রিশ্চিয়ানো ?

আরও পড়ুন: মুকুটহীন সম্রাট ! 'সব পেয়েছির দেশে' পৌঁছেও থামছেন না রোনাল্ডো

Last Updated : Feb 10, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details