পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Cristiano Ronaldo: রেকর্ড অর্থে সৌদির আল-নাসার ক্লাবে সই করলেন রোনাল্ডো - আল নাসার ক্লাবে সই করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ইউরোপকে বিদায় জানিয়ে, এবার সৌদি আরবে পাড়ি দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo Signs Two-Year Deal With Saudi Arabia Club Al-Nassr) ৷ সৌদির আল-নাসার ক্লাবে 2 বছরের জন্য বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে সই করলেন সিআর সেভেন ৷

Cristiano Ronaldo in Saudi Arabia Club Al-Nassr ETV BHARAT
রোনাল্ডোর হাতে 7 নম্বর জার্সি তুলে দিলেন আল-নাসার ক্লাবের প্রেসিডেন্ট

By

Published : Dec 31, 2022, 10:06 AM IST

Updated : Dec 31, 2022, 10:38 AM IST

রিয়াদ, 31 ডিসেম্বর: ইউরোপের ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ এবার তাঁর গন্তব্য এশিয়া, সৌদি আরব ৷ মধ্যপ্রাচ্যের ফুটবল ক্লাব আল-নাসারে রেকর্ড অর্থে সই করেছেন সিআর সেভেন (Cristiano Ronaldo Signs Two-Year Deal With Saudi Arabia Club Al-Nassr) ৷ শুক্রবার ক্লাবের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ 2 বছরের জন্য এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি ৷ আল-নাসার ক্লাবে বছরে 75 মিলিয়ন ডলারের চুক্তিতে সই করেছে রোনাল্ডো ৷ ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে কোনও ক্লাবে সই করলেন রোনাল্ডো ৷

আল-নাসার ক্লাবের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এনিয়ে ৷ সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বক্তব্য তুলে ধরা হয়েছে ৷ তিনি বলেছেন, "এক অন্য দেশে নতুন ফুটবল লিগে খেলার অভিজ্ঞতা অর্জনের জন্য আমি মুখিয়ে রয়েছি ৷ সৌদি আরবে পুরুষ এহং মহিলা ফুটবলের উন্নতির জন্য আল-নাসার যে কাজ করছে তা অনুপ্রেরণা দেয় ৷ আমরা বিশ্বকাপে সম্প্রতি সৌদি আরবের পারফর্মেন্স দেখেছি ৷ আর সেই পারফর্মেন্স এটাই প্রমাণ করে যে, সৌদি আরব ফুটবল নিয়ে কত বড় স্বপ্ন দেখে ৷"

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরোপ ছেড়ে এশিয়ার ক্লাবে যোগ দেওয়া নিয়ে বলেছেন, ‘‘আমি খুবই ভাগ্যবান, ইউরোপিয়ান ফুটবলে আমি সেই সব কিছু জিতেছি, যা আমার লক্ষ্য ছিল ৷ এবার আমি চাই নিজের অভিজ্ঞতাকে এশিয়ান ফুটবলের সঙ্গে ভাগ করে নিতে ৷ আমি নতুন দলের সতীর্থদের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি ৷ ওদের সঙ্গে নিয়ে ক্লাবকে সাফল্য এনে দিতে চাই ৷’’

প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরোপিয়ান কোনও ক্লাবে স্থায়ী হতে পারেননি ৷ দীর্ঘ 9 বছর রিয়ালে খেলার পর 2018 সালে ইতালির সেরি এ লিগের ক্লাব জুভেন্তাসে সই করেন সিআর সেভেন ৷ সেখান থেকে 2020 সালের শেষের দিকে মাঝ মরশুমে স্যার অ্যালেক্সের অনুরোধ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফের যোগ দেন ৷ প্রথম মরশুমটা ভালোভাবে কাটলেও, 2022 সালে নতুন ম্যানেজার এরিক টেন হাগ ক্লাবের দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয় রেড ডেভিল বনাম সিআর সেভেন দ্বৈরথ ৷

আরও পড়ুন:'আমার কাছে তুমি সর্বকালের সেরা', সিআর 7-কে বিরাট-বার্তা

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক এতটাই তিক্ত হয়ে যায় রোনাল্ডোর যে, এক সাক্ষাৎকারে প্রকাশ্যে ম্যানেজার এরিক টেন হাগ এবং ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন ৷ এমনকী তাঁকে প্রথম একাদশে না রাখা, দ্বিতীয়ার্ধের মাঝখান থেকে তুলে নেওয়া, এমন অনেক ঘটনা নিয়ে রেড ডেভিলস ক্লাবের প্রতি নিজের ক্ষোভও প্রকাশ করেন ৷ যার পরে রোনাল্ডোর সঙ্গে বাকি বছরের চুক্তি মরশুমের মাঝখানেই শেষ করে দেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷

বিশ্বকাপে খেলতে আসার সময় রোনাল্ডোর কোনও ক্লাব ছিল না ৷ সেই সময় একাধিক জল্পনা চলছিল ৷ পর্তুগাল কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর, রোনাল্ডো তাঁর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদে চলে যান ৷ সেখানে রিয়ালের প্র্যাকটিস গ্রাউন্ডে একা অনুশীলন করছিলেন ৷ মনে করা হচ্ছিল, হয়তো ফের তিনি রিয়ালে ফিরবেন ৷ কিন্তু, তা আর হল না ৷ শেষে সৌদি আরবের আল-নাসার ফুটবল ক্লাবে 75 মিলিয়ন ডলারের রেকর্ড দামে সই করলেন সিআর সেভেন ৷ আর সেই সঙ্গেই হয়তো ইউরোপিয়ান ফুটবলকে চিরতরে বিদায় জানালেন, শতাব্দীর অন্যতম সেরা ফুটবলার ৷

Last Updated : Dec 31, 2022, 10:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details