লিসবন, 24 মার্চ: শেষবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন পর্তুগালের জার্সিতে ৷ এরপর ভারতীয় সময় বৃহস্পতিবার মাঝরাতে ফের আন্তর্জাতিক ম্যাচ খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ সেই সঙ্গে বিশ্ব ফুটবলে জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন পর্তুগিজ মহাতারকা (Cristiano Ronaldo Sets New Record for Most International Appearances) ৷ ইউরো কাপ কোয়ালিফায়ারে লিচেনস্টাইনের বিরুদ্ধে 197 তম ম্যাচ খেলেছেন রোনাল্ডো ৷ গত 10 ডিসেম্বর বিশ্বকাপ কোয়ার্টারে নামার পর কুতেয়ের বদর আল-মুতাওয়ার সঙ্গে একসারিতে ছিলেন তিনি ৷ এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে জোড়া গোলও করেছেন সিআর সেভেন ৷ লিসবনে ঘরের মাঠে গ্রুপ জে-র প্রথম ম্যাচ 4-0 গোলে জিতেছে পর্তুগাল ৷
24 মার্চ বৃহস্পতিবার থেকে ইউরো কাপ 2024-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শুরু হয়েছে ৷ ফার্নান্দো স্যান্টোস দায়িত্ব ছাড়ার পর এই ম্যাচে পর্তুগালের নতুন কোচ ছিলেন রোবের্তো মার্তিনেজ ৷ গ্রুপ জে-র প্রথম ম্যাচে শুরু থেকেই তিনি রোনাল্ডোকে খেলিয়েছিলেন ৷ ম্যাচের 51 ও 63 মিনিটে জোড়া গোলও করেন সিআর সেভেন ৷ কিন্তু, তাঁকে 78 মিনিটে মাঠ থেকে তুলে নেন মার্তিনেজ ৷ উল্লেখ্য, সাম্প্রতিককালে রোনাল্ডোকে মাঠে থেকে তুলে নেওয়াকে কেন্দ্র করেই ম্যাঞ্চেস্টার উইনাইটেড এবং জাতীয় দলে স্যান্টোসের সঙ্গে সম্পর্কের অবনতি হয় তাঁর ৷ কিন্তু, বিশ্বকাপের পর প্রথম ম্যাচেও সেটাই করেছেন রোবের্তো ৷