রিয়াধ, 23 জানুয়ারি: ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে ফুটবলজীবনের নয়া অধ্যায় শুরু হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo makes debut for Al Nassr in Saudi Pro League) ৷ আল নাসেরের হয়ে আত্মপ্রকাশে খানিক ফ্যাকাসে হয়ে রইলেও হেডস্যর রুডি গার্সিয়ার প্রশংসা কুড়িয়ে নিলেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার (Rudi Garcia praises CR7) ৷ রবিবার এত্তিফাককে একমাত্র গোলে হারিয়ে সৌদি প্রো-লিগে ফের শীর্ষে চলে গেল আল নাসের ৷ কিন্তু পুরো ম্যাচ খেলেও গোল করা বা করানোর ব্যাপারে নিষ্প্রভ রইলেন সিআর সেভেন ৷
তবে ম্যাচ শেষে রোনাল্ডোকে নিয়ে অন্য সুর আল নাসের কোচের গলায় ৷ এত্তিফাকের বিরুদ্ধে দলের জয়ে নবাগত ফুটবলারের পরোক্ষ ভূমিকার কথা উঠে এল গার্সিয়ার কথায় ৷ এদিন ম্যাচের প্রথমার্ধে আল নাসেরের হয়ে জয়সূচক গোলটি করেন অ্যান্ডারসন তালিস্কা ৷ আর ম্যাচ জিতে রুডি গার্সিয়া বলেন, "রোনাল্ডোর দলে যোগদান একটি ইতিবাচক সংযুক্তি ৷ আমাদের গোলের নেপথ্যে কারণ ওই ৷ গোলের সময় রোনাল্ডোই বিপক্ষ ডিফেন্ডারদের বিভ্রান্ত করেছিল ৷"