পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Cristiano Ronaldo: রায়ো ভ্যালেকানোর বিরুদ্ধে নামছেন, ইউনাইটেডে অনিশ্চিত ভবিষ্যতের মাঝেই বড় ঘোষণা ক্রিশ্চিয়ানোর - Cristiano Ronaldo

রবিবার রায়ো ভ্যালেকানোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে লাল ম্যাঞ্চেস্টার ৷ সেই ম্যাচের আগে বড়সড় আপডেট দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo indicates he will feature against Rayo Vallecano for Manchester United on Sunday) ৷

Cristiano Ronaldo
ইউনাইটেডে অনিশ্চিত ভবিষ্যতের মাঝেই বড় ঘোষণা ক্রিশ্চিয়ানোর

By

Published : Jul 30, 2022, 8:40 PM IST

ম্যাঞ্চেস্টার, 30 জুলাই: ব্যক্তিগত কারণ দেখিয়ে থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ক্লাবের প্রাক-মরশুম প্রস্তুতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ঘটনাক্রম দেখে একবারের জন্যও মনে হয়নি আসন্ন মরশুমে লাল ম্যাঞ্চেস্টারের জার্সিতে নামতে ইচ্ছুক ৷ নতুন কোচ এরিক টেন হ্যাগ যদিও দাবি করে আসছিলেন রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেরই ৷ চলতি সপ্তাহে নতুন কোচের সঙ্গে আলোচনা করতেই ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছেছিলেন পর্তুগিজ মহাতারকা ৷ রবিবার রায়ো ভ্যালেকানোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে লাল ম্যাঞ্চেস্টার ৷ সেই ম্যাচের আগে বড়সড় আপডেট দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo indicates he will feature against Rayo Vallecano for Manchester United on Sunday) ৷

ক্লাবে তাঁর অনিশ্চিত ভবিষ্যতের মধ্যেই ক্রিশ্চিয়ানো জানালেন, রায়ো ভ্যালেকানোর বিরুদ্ধে রবিবার মাঠে নামছেন তিনি ৷ শুক্রবার একটি ফ্যানস ক্লাবের পোস্টে ক্রিশ্চিয়ানোর মন্তব্য ঘিরে শোরগোল অনুরাগীদের মধ্যে ৷ নরওয়েতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ না-করা আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিক ওই পোস্টের পরিপ্রেক্ষিতে লেখেন, 'রবিবার রাজা খেলছে ৷'

আরও পড়ুন: ইউনাইটেডে ভবিষ্যৎ স্থির করতে উদ্যোগী ক্রিশ্চিয়ানো, ফিরলেন ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে

ম্যান ইউ'য়ের তরফ থেকে এ বিষয়ে যদিও কোনও আপডেট জানানো হয়নি এখনও ৷ তবে চোটের কারণে গত অ্যাটলেটিকো ম্যাচে মাঠে নামতে না-পারা মাদ্রিদের নবাগত লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান এরিকসেন-কেও রাখা হয়েছে স্কোয়াডে ৷

তাহলে কি রোনাল্ডোকে ছাড়াই আগামী মরশুমে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়নস লিগ ? রবিবার মাঠে নামলে সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হবে বৈকি ৷ আগামী 7 অগস্ট ব্রাইটনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে 2022-23 প্রিমিয়র লিগ অভিযান শুরু করবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷

ABOUT THE AUTHOR

...view details