লিসবন, 18 মার্চ: পর্তুগালের প্রথম স্কোয়াডে জায়গা পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ রোবের্তো মার্তিনেজ পর্তুগাল দলের দায়িত্ব নেওয়ার পর 2024 ইউরো কাপের প্রাথমিক দল গঠন করেছেন (Portugal First Squad by Roberto Martinez) ৷ 2022 কাতার বিশ্বকাপের পর পর্তুগাল জাতীয় দলের কোচের পদ থেকে অবসর নিয়েছেন ফার্নান্দো স্যান্টোস ৷ পর্তুগালের নতুন কোচ হয়েছেন মার্তিনেজ ৷ কিন্তু সিআর সেভেন কে তাঁর প্রাথমিক দলের অংশ করবেন কি না তা নিয়ে সন্দিহান ছিল ফুটবল দুনিয়া ! সেই সব সংশয়ের অবসান ঘটিয়ে মার্তিনেজ জানিয়েছেন, রোনাল্ডো জাতীয় দলে জন্য সবসময় নিজেকে উজার করে দিতে প্রস্তুত রয়েছেন (Cristiano Ronaldo Includes in Portugal First Squad) ৷
আগামী 23 মার্চ পর্তুগাল ইউরো কাপের কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নামবে ৷ লুক্সেমবার্গের সেই ম্যাচে রোনাল্ডোকে পর্তুগালের জার্সিতে দেখা যাবে ৷ বর্তমানে রোনাল্ডো সৌদি আরবের দল আল-নাসর ক্লাবে খেলছেন ৷ বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হিসেবে সৌদির ক্লাবে সই করেছেন তিনি ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের জার্সিতে 118 গোল করেছেন ৷ আন্তর্জাতিক স্তরে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড তাঁর নামে ৷ সেই রেকর্ডকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার ফের মাঠে নামবেন সিআর সেভেন ৷