পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Cristiano Ronaldo: রোনাল্ডোই রাজা ! ক্রিশ্চিয়ানোর জোড়া গোলে প্রথমবার আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জয় আল নাসেরের

Al Nassr to Win Arab Club Champions Cup: প্রথমবার আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জয় আল নাসের এফসি-র ৷ তাও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্ব ৷ ফাইনালে আল হিলালকে 1-2 গোলে হারিয়ে এই খেতাব জিতল আল নাসের ৷ রোনাল্ডোই 2টি গোল করেছেন ৷

Cristiano Ronaldo brace guides Al Nassr
Image Courtesy: Al Nassr FC Twitter

By

Published : Aug 13, 2023, 7:02 PM IST

Updated : Aug 13, 2023, 11:02 PM IST

রিয়াদ (সৌদি আরব), 13 অগস্ট: আল নাসেরের হয়ে প্রথম কোনও খেতাব জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ আর তাঁর নেতৃত্বেই প্রথমবার আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতল আল নাসের এফসি ৷ শনিবার রাতে সৌদি আরবের ফুটবল লিগের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে 1-2 গোলে ফাইনালে হারিয়েছে আল নাসের ৷ ইয়েলো ব্রিগেডের হয়ে দু’টি গোলই করেছেন সিআর সেভেন ৷ টুর্নামেন্টের সর্বাধিক গোল করায় সোনার বুটও জিতেছেন তিনি ৷ গোল্ডেন গ্লাভস জিতেছেন আল নাসেরের গোলকিপার এন আলাকিদি ৷

শনিবার রিয়াদে আল হিলালের ঘরের মাঠে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনাল খেলতে নেমেছিল আল নাসের ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে টুর্নামেন্টের শুরু থেকেই দাপট দেখাচ্ছিল ইয়েলো ব্রিগেড ৷ এমনকী নক-আউট পর্বে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি রোনাল্ডোরা ৷ তবে, ফাইনালে যে কঠিন লড়াই হবে, তা আগে থেকে অনুমান করা গিয়েছিল ৷ কারণ, সৌদি লিগের সবচেয়ে শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল আল নাসের ৷ তবে, গত মরশুমের মাঝখান থেকে আল নাসেরের সবচেয়ে বড় ইতিবাচক দিক হল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷

আর সেই রোনাল্ডোর কাছেই শনিবার রাতের ফাইনালটা হারতে হল আল হিলালকে ৷ ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল পায়নি ৷ তবে, দ্বিতীয়ার্ধের 51 মিনিটে গোল করে আল হিলালকে এগিয়ে দেন মাইকেল নামে তাদের এক ফুটবলার ৷ কিন্তু, 74 মিনিটে ম্যাচে সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ তাঁর গোলে স্কোর বোর্ড 1-1 করে আল নাসের ৷ কিন্তু, তার আগে একটা ধাক্কা খেতে হয় সিআর সেভেনের দলকে ৷ 71 মিনিটে আবদুল্লেহা আল-আমরি লাল কার্ড দেখেন ৷ তার পর 78 মিনিটে নাওয়াফ বৌসাল নামে এক ফুটবলার লাল কার্ড দেখেন ৷ জোড়া লাল কার্ডের সমস্যায় তখন নাস্তানাবুদ আল নাসের ৷

আরও পড়ুন:পাঁচ ম্যাচে 8 গোল মেসির, লিগস কাপের সেমিফাইনালে ইন্টার মিয়ামি

তা সত্ত্বেও ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় আল নাসের ৷ এর পর 98 মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন ৷ এর পর আর পিছনে তাকাতে হয়নি আল নাসেরকে ৷ 120 মিনিট শেষে 1-2 গোলে ফাইনাল জিতে প্রথমবার আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ নিজেদের নামে করল আল নাসের ৷

Last Updated : Aug 13, 2023, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details