পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Hockey World Cup 2023: হকি বিশ্বকাপ অভিযানে নামছে ভারত, জাতীয় দলকে শুভেচ্ছা সচিন-বিরাট-ছেত্রীদের - হকি বিশ্বকাপ অভিযানে নামছে ভারত

হকি বিশ্বকাপ (Hockey World Cup) অভিযানে নামার আগে ভারতীয় দল (Indian Hockey Team)-কে শুভেচ্ছা তারকা ক্রীড়াবিদদের ৷ সোশাল মিডিয়ায় ভারতীয় হকি দলের সাফল্য কামনা করলেন সচিন তেন্ডুলকর, সুনীল ছেত্রীরা ৷

Hockey World Cup ETV BHARAT
Hockey World Cup

By

Published : Jan 13, 2023, 6:22 PM IST

হায়দরাবাদ, 13 জানুয়ারি: হকি বিশ্বকাপে আজ স্পেনের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামছে ভারত ৷ ওড়িশায় আয়োজিত হকি বিশ্বকাপে পি আর শ্রীজেশরা আজ পুল-বি’র প্রথম ম্যাচ খেলতে নামবেন ৷ সেখানে তাঁদের অন্য দুই প্রতিপক্ষ ইংল্যান্ড এবং ওয়েলস ৷ তার আগে ভারতীয় ক্রিকেটের বর্তমান ও প্রাক্তন তারকা এবং ফুটবল দলের অধিনায়ক হকি দলকে শুভেচ্ছা জানালেন ৷ ভারতীয় দলকে বিশ্বজয়ী হওয়ার শুভকামনা জানালেন তাঁরা (Best Wishes to Indian Hockey Team for World Cup) ৷

আর এই তালিকায় সবার আগে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ হরমনপ্রীত সিং (Harmanpreet Singh)-দের শুভেচ্ছা জানিয়েছে সচিন লিখেছেন, ‘‘হকি বিশ্বকাপের জন্য ভারতীয় পুরুষ দলকে অনেক অনেক শুভেচ্ছা ৷ আমরা সবাই তোমাদের সমর্থন করব ৷ চক দে !’’

সচিনের পাশাপাশি, মর্ডান ডে গ্রেট ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) হরমনপ্রীত সিংদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ সোশাল মিডিয়া পোস্টে বিরাট লিখেছেন, ‘‘বিশ্বকাপের জন্য আমাদের ভারতীয় পুরুষ হকি দলকে আমার শুভেচ্ছা ৷ যাও নিজেদের খেলাটাকে উপভোগ কর ৷ আমরা তোমাদের সঙ্গে আছি ৷ শুভকামনা রইল ৷’’

প্রাক্তন ভারতীয় ওপেনার তথা বর্তমান সাংসদ গৌতম গম্ভীর টুইটারে ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তাঁকে আগেও ভারতীয় হকি দলের সাফল্য এবং আবারও তাঁদের সামনে সারিতে উঠে আসা নিয়ে বলতে শোনা গিয়েছে ৷ গৌতম তাঁর ছোট্ট টুইটে বার্তায় লিখেছেন, ‘‘আমার হকি, আমার গর্ব ! এগিয়ে চলো ইন্ডিয়া !’’

আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ টুইটে লেখেন, ‘‘আমাদের ভারতীয় হকি দলকে বিশ্বকাপের জন্য অনেক অনেক শুভেচ্ছা ৷ আসুন আমাদের দলকে সমর্থন জানাই !’’ ভারতীয় হকি দলের ছবি পোস্ট করে তাঁদের বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ যেখানে পুরুষ হকি দলকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘‘আমাদের চ্যাম্পিয়নদের জন্য শুভ কামনা রইল ৷’’

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও (Sunil Chhetri) হকি দলকে বিশ্বকাপের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘হরমনপ্রীত সিং, পি আর শ্রীজেশ এবং ভারতীয় দলের বাকি সব খেলোয়াড় যাঁরা দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছেন, সকলকে আমার শুভেচ্ছা ৷ আজ আমরা বিশ্বকাপ অভিযান শুরু করছি ৷ মনে দিয়ে খেলো আর লড়াই করো ৷ আমরা সবাই তোমাদের খুব বড় অনুরাগী ৷’’

আরও পড়ুন:ঘরের মাঠের সমর্থন বাড়তি অ্যাডভান্টেজ, অভিযান শুরুর আগে জানালেন হরমনপ্রীত

ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, কেএল রাহুল-সহ অনেকেই ভারতীয় হকি দলকে বিশ্বকাপ অভিযানে নামার আগে শুভেচ্ছা জানিয়েছেন ৷ আজ পুল-বি’র ম্যাচে স্পেন অন্যতম শক্তিশালী দল ৷ পাশাপাশি, ইংল্যান্ড এবং ওয়েলসের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও গ্রুপ পর্যায়ে খেলবে ভারত ৷ তবে, প্রতিপক্ষকে নিয়ে বেশি ভাবতে নারাজ অধিনায়ক হরমনপ্রীত সিং ৷ তিনি গতকাল সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, ভারতীয় দলের প্রতিটি খেলোয়াড় ফর্মে রয়েছে ৷ সেই ফর্ম ধরে রেখে কোর্টে নিজেদের সেরাটা দিতে চান তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details