পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WC Play-Off : ম্যাসেডোনিয়া ম্যাচ জীবন-মরণের প্রশ্ন, সমর্থকদের মাঠ ভরাতে আর্জি ক্রিশ্চিয়ানোর - ম্যাসেডোনিয়া ম্যাচ জীবন মরণের প্রশ্ন, সমর্থকদের মাঠ ভরানোর বার্তা ক্রিশ্চিয়ানোর

রোনাল্ডোদের হারাতে পারলে দেশের ফুটবলারদের জন্য 5 লক্ষ ইউরো পুরস্কারমূল্য ঘোষণা করেছেন নর্থ ম্যাসেডোনিয়ার প্রধানমন্ত্রী দিমিতার কোভাচেভস্কি (North Macedonia PM Promises Players 500,000 Euros if They Shock Portugal) ৷ রবিবার দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ফুটবলারদের শুভেচ্ছাও জানিয়ে এসেছেন তিনি ৷

WC Play-Off
ম্যাসেডোনিয়া ম্যাচ জীবন-মরণের প্রশ্ন, সমর্থকদের মাঠ ভরানোর বার্তা ক্রিশ্চিয়ানোর

By

Published : Mar 29, 2022, 4:17 PM IST

পোর্তো, 29 মার্চ : রূপকথা তৈরির স্বপ্নে বুঁদ একটা দেশ ৷ আরেকটা দেশের কাছে ম্যাচটা জীবন-মরণের প্রশ্ন ৷ সবমিলিয়ে পর্তুগালের এস্তাদিও দ্য দ্রাগাও মঙ্গলবার রাতে এক রোমহর্ষক ফুটবল ম্যাচ দেখার প্রতীক্ষায় ৷ এই ম্যাচের ফলাফলই নির্ণয় করে দেবে কেরিয়ারের সায়াহ্নে এসে বিশ্বকাপ না-খেলতে পারার বেদনা কি গ্রাস করবে গ্রহের অন্যতম সেরা ফুটবলারকে ৷ যদিও পঞ্চম বিশ্বকাপ খেলার দোরগোড়ায় দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছেন, তাঁরা সম্পূর্ণ প্রস্তুত ৷ ইতালিকে হারালেও 11 লক্ষের দেশ তাদের বিরুদ্ধে সুবিধা করতে পারবে না, মত ম্যাঞ্চেস্টার ইউনাইটে তারকার ৷

তবে যতই স্বীকার না করুন ত্রাৎজকোভস্কিদের বিরুদ্ধে নামার আগে ভালই চাপে আন্তর্জাতিক ফুটবলের সর্বাধিক গোলস্কোরার ৷ প্রমাণ তাঁর কথাই ৷ উত্তর ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে নামার আগেরদিন রোনাল্ডো যেমন সমর্থকদের দ্বাদশ ব্যক্তি হওয়ার ডাক দিয়েছেন (CR7 makes special request to the supporters before North Macedonia match) ৷

রোনাল্ডোর কথায়, "আমাদের কাছে এই ম্যাচ জীবন-মরণের প্রশ্ন ৷ প্রত্যেকেই এই ম্যাচের মাহাত্ম্য বুঝতে পারছে ৷ আর সমর্থকদের কাছে আমার আবদার, কাল দলে দলে মাঠে আসুন দলের হয়ে গলা ফাটাতে ৷" আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষকে প্রতি সমীহও অটুট সিআরসেভেনের ৷ পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী বলছেন, "সবাই ভাবছে ম্যাচটা আমাদের জন্য ভীষণ সহজ হতে চলেছে ৷ আসলে এটা ভীষণই কঠিন একটা ম্যাচ আমাদের জন্য ৷ ওরা যোগ্য দল হিসেবেই এত দূর পৌঁছেছে ৷"

আরও পড়ুন : 'বিধ্বস্ত এবং চূর্ণ', কাতারের টিকিট না-পেয়ে হতাশায় ডুবলেন আজ্জুরি দলনায়ক

অন্যদিকে ইতালিকে হারিয়ে উত্তর ম্যাসেডোনিয়া যেন বিশ্বাস করতে শুরু করেছে তারাও পারে ৷ পর্তুগালকে হারালে দেশের ফুটবলারদের জন্য 5 লক্ষ ইউরো পুরস্কারমূল্য ঘোষণা করেছেন উত্তর ম্যাসেডোনিয়ার প্রধানমন্ত্রী দিমিতার কোভাচেভস্কি (North Macedonia PM Promises Players 500,000 Euros if They Shock Portugal) ৷ রবিবার দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ফুটবলারদের শুভেচ্ছাও জানিয়ে এসেছেন তিনি ৷ মিডফিল্ডার এলিফ এলমাস যেমন বলছেন, "ছোটবেলার স্বপ্নপূরণ করতে আমাদের হাতে 90 মিনিট রয়েছে ৷ তবে এই স্বপ্ন কেবল আমাদের নয়, পুরো দেশের স্বপ্ন ৷"

For All Latest Updates

TAGGED:

WC Play Off

ABOUT THE AUTHOR

...view details