মেলবোর্ন, 10 জানুয়ারি : কেরিয়ারের 21তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে বছরের প্রথমে অস্ট্রেলিয়ান ওপেনকেই পাখির চোখ করেছিলেন সার্বিয়ান টেনিস-তারকা ৷ কিন্তু শুরুতেই ছন্দপতন ৷ কোর্টে নামার আগেই বিতর্কে জড়িয়েছেন জোকার ৷ মারণভাইরাসের টিকা না নেওয়ায় জকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স ৷ তার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ৷ সেই মামলার রায়ে মেলবোর্নের আদালত জকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দিল ৷ এমনকি 30 মিনিটের মধ্যে তাঁকে হোটেল থেকে ছেড়ে দেওয়ারও নির্দেশ দেয় আদালত (Court overturns government cancelation on djokovic visa) ৷
ফেডারেল সার্কিট কোর্টের বিচারক অ্যান্টনি কেলির এই সিদ্ধান্তের পরে অস্ট্রেলীয় ওপেনে নামতে কোনও বাধা রইল না জোকারের ৷ ফলে অস্ট্রেলিয়ান ওপেনেই ইতিহাস সৃষ্টির সুযোগ রইল সার্বিয়ান টেনিস তারকার কাছে ৷