মাদ্রিদ, 22 অগস্ট: প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ মহিলা ফুটবল দল ৷ সেই খুশির আবহেই এবার চুম্বন বিতর্ক স্প্যানিশ ফুটবলে ৷ অভিযোগ উঠেছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে স্পেনের এক মহিলা ফুটবলারকে চুম্বন করেন রয়্যাল স্প্যানিশ সকার ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালস ৷ যে ঘটনার নিন্দা করেছে ওয়ার্ল্ড প্লেয়ার্স ইউনিয়ন এবং স্পেন সরকার ৷ এমনকী বিশ্বে মহিলা ফুটবলকে যেখানে যৌনতা মুক্ত করার লড়াই চলছে, সেখানে রুবিয়ালসের এই আচরণ মেনে নেওয়া যায় না বলে হয়েছে বিশ্ব ফুটবলের অধিকাংশ ৷
গত রবিবার ইংল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছে স্পেনের মহিলা ফুটবল দল ৷ সেই ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, স্পেনের রানি লেতিজিয়া এবং রাজকুমারী ইনফান্তা সোফিয়া ৷ তাঁরাও পুরস্কার বিতরণের সময় পোডিয়ামে উপস্থিত ছিলেন ৷ স্পেনের ফুটবলাররা একে একে সকলের সঙ্গে করমর্দন করছিলেন ৷ অভিযোগ একমাত্র লুইস রুবিয়ালস সকল ফুটবলারকে আলিঙ্গনের পাশাপাশি, তাঁদের গালে চুম্বন করছিলেন ৷
কিন্তু, বিষয়টি দৃষ্টিকটূ হয়ে ওঠে, যখন জেনি হারমোসোকে তিনি জড়িয়ে ধরেন এবং তাঁর ঠোঁটে চুম্বন করেন ৷ তাও দু’বার ৷ যা সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় ধরাও পড়ে ৷ যা স্প্যানিশ মহিলা দলের বিশ্বকাপ জয়ের আনন্দের বদলে অন্যদিকে ঘুরিয়ে দেয় ৷ এই ঘটনায় স্বভাবতই বিরক্তি প্রকাশ করেছে স্প্যানিশ সরকার এবং ওয়ার্ল্ড প্লেয়ার্স ইউনিয়ন ৷ স্পেনের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী মিকুয়েল লেসেতা বলেন, ‘‘একজন মহিলা ফুটবলারকে অভিনন্দন জানাতে, তাঁকে চুম্বন করতে হবে ৷ এটা কখনই মানা যায় না ৷’’