কলকাতা, 15 নভেম্বর: একটা জয়ে বদলে গিয়েছে লাল-হলুদ। ভুলতে বসা স্বপ্ন একটু হলেও দেখতে শুরু করেছেন সমর্থকেরা। আর সেই স্বপ্নের কারিগর দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন ৷ 'বেঙ্গালুরু বধ'-এর পর উজ্জীবিত লাল-হলুদের নিবিড় অনুশীলনে ভিড় জমাচ্ছেন সমর্থকরা ৷ শুক্রবার ঘরের মাঠে ওড়িশা এফসি-র বিরুদ্ধে নামার আগে দলের বাকি রয়ে যাওয়া খামতি ঢাকতে মরিয়া কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (EB to face OFC on Friday)। ওড়িশা এফসি'র বিরুদ্ধে খামতি মেরামত করেই নামতে চাইছেন ব্রিটিশ কোচ। আর সেজন্য নৈশালোকেও চলছে লাল-হলুদের প্রস্তুতি।
তবে ধাপে ধাপে এগোতে চাইছেন ব্রিটিশ কোচ। প্রশ্ন হল কোথায় খামতি রয়েছে এখনও ? মাঝমাঠ বা রক্ষণ ভাল খেললেও গোল আসছে না। কারণ স্ট্রাইকাররা আশানরূপ পারফরম্যান্স করতে পারছেন না (Constantine try to repair his striking force before OFC match)। দলে দুই বিদেশি স্ট্রাইকার থাকলেও এলিয়ান্দ্রোকে খেলানো যাচ্ছে না। কাঁধের চোট সারিয়ে ব্রাজিলিয়ান মাঠে কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কি না তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ফলে ভরসা করতে হচ্ছে ক্লেইটন সিলভার (Cleiton Silva) ওপরে। ক্লেইটন যে খারাপ খেলছেন তেমনটা নয়, তবে বড্ড একা পড়ে যাচ্ছেন।