কলকাতা, 6 নভেম্বর: পুরনো ছাত্রদের অকুতোভয় মানসিকতার খোঁজে ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine) ৷ কঠিন পরিস্থিতিতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার লোক খুঁজছেন তিনি এবং সেটা বেঙ্গালুরু এফসি ম্যাচের আগেই পেতে চান। ডার্বির পর চেন্নাইয়িন এফসি'র বিরুদ্ধেও হার । কারণ যদি খুঁজতে হয় তবে দেখা যাবে, একাধিক সুযোগ নষ্টই লাল-হলুদের হারের অন্যতম প্রধান কারণ । তাই হতাশ ব্রিটিশ কোচ ৷ পাঁচ ম্যাচে মাত্র একটা জয় হতাশ করেছে সমর্থকদের । চেন্নাইয়িন ম্যাচের পর আরও জোরালো হয়েছে বিদেশি বদলানোর দাবি । যদিও এখনই এ বিষয়ে মুখ খুলতে নারাজ ইস্টবেঙ্গল কোচ ।
কনস্ট্যান্টাইনের মতে, ফুটবলাররা শিশুসুলভ ভুল করছে । গত চার ম্যাচের তিনটিতে হারলেও উন্নতি হয়েছিল । এবার ভুলের ধাক্কা জোরালো হয়েছে । দলের খেলার সামগ্রিক মান খারাপ হয়েছে । এই সমস্যা দূর করতে পরিশ্রমই একমাত্র পথ বলে মনে করেন ক্লেইটন । স্টিফেন কনস্ট্যানটাইন বলেন, "আমি এখানে অজুহাত দিতে আসিনি । আমরা প্রতিটি ম্যাচে দু-তিনটে গোলের সুযোগ পেয়েছি । তার মধ্যে একটাও কাজে লাগাতে পারলে খেলার ছবি অন্য হত ।" কোচের হাহাকারে লাল-হলুদে এখন সংশোধন পর্ব শুরু হয়েছে । ক্লেইটন সিলভা এবং জর্ডান দোহার্তি ছাড়া বাকি তিন ফুটবলার ইভান গঞ্জালেস, এলিয়ান্দ্রো, অ্যালেক্স লিমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছে । বিশেষ করে ব্রাজিলিয়ান স্ট্রাইকার কবে ফিট হয়ে 90 মিনিট খেলবেন, তা কোচও বলতে পারছেন না।