নিউইয়র্ক, 10 সেপ্টেম্বর:শনিবার যুক্তরাষ্ট্র ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে এরিনা সাবালেঙ্কাকে হারিয়ে খেতাব জিতলেন কোকো গফ । আমেরিকার বছর উনিশের কোকো গফ এবার নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ৷ বেলারুশের এরিনা সাবালেঙ্কাকে ফাইনালে 2-6, 6-3, 6-2 গেমে হারালেন মার্কিন তরুণী। ফাইনালের আগে গফের তুলনায় অনেকটাই এগিয়ে ছিলেন সাবালেঙ্কা। প্রথম সেট হেরে যাওয়ার পরও বিশ্বের দ্বিতীয় বাছাই সাবালেঙ্কাকে 2-6, 6-3, 6-2 গেমে হারিয়ে জিতলেন ইউএস ওপেন।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে দু'ঘণ্টা ছয় মিনিট ধরে এই খেলা চলে। কোকোকে এই খেতাব নিজের হাতে তুলে নেওয়ার জন্য খুব সহজেই জায়গা ছেড়ে দেননি বিশ্বের এক নম্বর খেলোয়াড় সাবালেঙ্কা ৷ এর আগে 1999 সালে সেরেনা উইলিয়ামস মাত্র 18 বছর বয়সে মার্টিনা হিঙ্গিসকে হারিয়ে ইউএস চ্যাম্পিয়ন হন। চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সাবালেঙ্কা। ফরাসি ওপেন ও উইম্বলডনে সেমিফাইনালে বিদায় নিয়েছিলেন তিনি। গ্র্যান্ড স্ল্যাম জিতে বছরের শেষটা করার সুযোগ ছিল তাঁর। কিন্তু তা আর হল না ৷ দ্বিতীয় কনিষ্ঠতম হিসাবে ইউএস ওপেন জিতে নিলেন কোকো ৷ সেরেনার পর কিশোরী হিসেবে ইউএস ওপেন জিতলেন গফ ৷