কলকাতা, 28 জানুয়ারি: এমবাপের দেশ থেকে ফুটবল কোচিংয়ের প্রস্তাব এল বারুইপুরে ৷ ফুটবল বিশ্বে তৃতীয় সারির দেশের একজন কোচের কাছে বিশ্বকাপ রানার-আপ দেশে কোচিং করানোর প্রস্তাব এসেছে ৷ অবিশ্বাস্য হলেও বাস্তব ৷ ফ্রান্সের মার্সেইয়ের একটি ক্লাবের বয়সভিত্তিক দলকে কোচিং করানোর অফার পেলেন বাংলার মলয় সেনগুপ্ত (Coaching Proposal from French Club for Malay Sengupta) ৷
বারুইপুরের লোক হলেও এখন মুম্বইয়ে গত 20 বছর ধরে মলয় সেনগুপ্তর স্থায়ী ঠিকানা ৷ কলকাতা ময়দানে তথাকথিত ছোট ক্লাব ওয়াইএমসিএ ও গোয়ার ক্লাবে খেলার পরে কোচিংয়ে মনোনিবেশ করেন মলয় ৷ মাঠে পড়ে থেকে প্রশিক্ষণের পাঠ নেওয়ার পাশাপাশি কোচিং ডিগ্রিও নিয়েছেন ৷ এমনকি প্রথম বাঙালি হিসেবে ‘উয়েফা এ’ লাইসেন্স কোচিং ডিগ্রি রয়েছে ৷ মহমেডান স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব-19 দলকে জাতীয় লিগে কোচিং করিয়েছেন ৷ টালিগঞ্জ অগ্রগামীর কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ মুম্বইয়ে নিজের এএফএ অ্যাকাডেমিতে ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করে চলেছেন মলয় ৷ এখন সেই কাজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যেতে চলেছে ৷
মলয় সেনগুপ্ত বলেন, “ফ্রান্সের মার্সেই বি ফুটবল ক্লাবে কোচিং করানোর জন্য আমাকে বলা হয়েছে ৷ ওই ক্লাবের অনুর্ধ্ব-10, অনুর্ধ্ব-14 বয়সীদের কোচিং করাতে হবে ৷ মার্চ মাসে ওদেশে যাব ৷” বাংলার ফুটবলে বিদেশি কোচের রমরমার সময়ে একজন বাঙালি কোচ বিদেশের ক্লাবে কোচিং করতে যাওয়ার খবর চমকপ্রদ ৷ তবে, মলয় সেনগুপ্তর বিদেশে কোচিং করতে যাওয়া নতুন নয় ৷ এর আগেও তিনি বাংলাদেশ, শ্রীলঙ্কায় কোচিং করিয়েছেন ৷ প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে মলয় সেনগুপ্তর অ্যাকাডেমি রয়েছে ৷