পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

East Bengal Library and Museum আজ সুরেশচন্দ্র চৌধুরী মেমোরিয়াল মিউজিয়াম উদ্বোধনে ইস্টবেঙ্গলে আসছেন মুখ্যমন্ত্রী - লালহলুদ ক্লাব তাঁবু

ইস্টবেঙ্গল ক্লাবতাঁবুতে এই প্রথম পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ লালহলুদের জন্য একটি ঐতিহাসিক দিন ৷ রাজা সুরেশচন্দ্র চৌধুরী মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরির উদ্বোধন করবেন তিনি (East Bengal Library and Museum) ৷

Mamata Banerjee in East Bengal Club
ইস্টবেঙ্গল ক্লাবে মিউজিয়াম উদ্বোধন

By

Published : Aug 17, 2022, 1:54 PM IST

কলকাতা, 17 অগস্ট: রাজা সুরেশচন্দ্র চৌধুরী মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরি উদ্বোধনে ইস্টবেঙ্গল ক্লাবে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার এই অনুষ্ঠান ঘিরে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে । 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর লালহলুদ ক্লাব তাঁবুতে এই প্রথমবার পা রাখছেন তিনি । শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলেন । সাত দিন আগে মোহনবাগানের নবনির্মিত ক্লাব তাঁবুর আনুষ্ঠানিক উদ্বোধনেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেখানে তিনি বাংলার ঐতিহ্যের অন্যতম ধারক-বাহক হিসেবে তিন প্রধানের উল্লেখ করেছিলেন (CM to inaugurate Raja Suresh Chandra Chowdhury Library and Museum in East Bengal) ।

অনেক দিন আগে থেকেই ইস্টবেঙ্গল ক্লাবের এই মিউজিয়াম তৈরি হয়ে রয়েছে । মুখ্যমন্ত্রী সময় না পাওয়াতে এর উদ্বোধন হচ্ছিল না । ক্লাবের বিভিন্ন স্মরণীয় সাফল্যের স্মারক এবং লালহলুদের কিংবদন্তিদের ব্যবহার্য জিনিস হংগ্রহ করে এই মিউজিয়াম গড়ে তোলা হয়েছে । বিখ্যাত পঞ্চপাণ্ডবের মূর্তি থেকে কৃশানু দে-র ব্যবহার করা বুট, প্রথম জার্সি-সহ নানা দুষ্প্রাপ্য সামগ্রী এই মিউজিয়ামে থাকছে, যা ফুটবল প্রেমীদের ডাউন মেমোরি লেনে নিয়ে যাবে । পুরো লেসলি ক্লডিয়াস সরণি লালহলুদ পতাকায় মুড়ে ফেলা হচ্ছে । রাম্পার্টে বিরাট প্যান্ডেল করে অনুষ্ঠানের আয়োজন হয়েছে । আমন্ত্রিত প্রাক্তনরাও । মুখ্যমন্ত্রীর জন্য নিরাপত্তার বন্দোবস্ত কড়া । পুলিশ কুকুর দিয়ে পরীক্ষা করে গিয়েছে । সব মিলিয়ে মরশুমের প্রথম সরকারি ম্যাচ খেলার আগে সরগরম লালহলুদ ।

ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে আসছেন মুখ্যমন্ত্রী

মরশুমের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে জয়ের মুখ দেখতে ব্যর্থ ইমামি ইস্টবেঙ্গল । নৈহাটি স্টেডিয়ামে প্রথম ডিভিশন ফুটবল লিগের নতুন টিম ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে জিততে পারল না বিনো জর্জের টিম । কিবু ভিকুনার দলের বিরুদ্ধে কার্যত হারতে হারতে ম্যাচ গোলশূন্য ড্র রাখল তারা । যদিও প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের গুরুত্ব নেই। তবে এই ম্যাচের পারফরম্যান্স লালহলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের চিন্তা বাড়াবে । দলের প্রথম একাদশের প্রায় পুরোটাই রিজার্ভ বেঞ্চের ফুটবলার । তবুও বলতে হয় ছ'দিন পরে ডুরান্ড কাপে খেলতে নামার আগে প্রস্তুত নয় ইস্টবেঙ্গল ।

আরও পড়ুন: নৈহাটি গোল্ড কাপে মুখোমুখি মোহনবাগান-মহমেডান, মাঠে নামার সবুজ সংকেত ইস্টবেঙ্গলেরও

নৈহাটিতে বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে লালহলুদ সমর্থকরা ভিড় জমিয়েছিলেন । তাঁরা যে দলের খেলায় আশাবাদী নন, তা বোঝা গিয়েছে । এদিকে 28 অগস্ট ডুরান্ডে প্রথম ডার্বি খেলতে নামবে লালহলুদ । তার অনলাইন টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে ক্লাব তাঁবু থেকে । চাহিদা আকাশ ছোঁয়া হলেও দলের পারফরম্যান্স সমর্থকদের চিন্তা বাড়াবে ।

নৈহাটিতে ইস্টবেঙ্গল হার বাঁচাতে পারল তাদের গোলকিপার দেবনাথ মণ্ডলের অসাধারণ তিনটে সেভের জন্য । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার টিমে যেমন কোনও বিদেশি নেই, তেমন ইস্টবেঙ্গল টিমেও কোনও বিদেশি বা তারকা ফুটবলার খেলেননি । গোটা ম্যাচে মাত্র দুটো সুযোগ তৈরি করতে পেরেছে লালহলুদ। মাঝমাঠ থেকে বড় বল খেলে গোল করার চেষ্টা করে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল । তবে গোল করতে ব্যর্থ হয়েছে লালহলুদ । এই টিম ডুরান্ড কাপ ও কলকাতা লিগে খেললে কিন্তু সদস্য সমর্থকদের লজ্জার মুখে পড়তে হবে । একদিকে সন্তোষ ট্রফি খেলা বাংলা ও কেরালার ফুটবলারদের প্রস্তুতি হয়নি, অন্যদিকে জার্সির ভার বওয়ার মতোই দক্ষতাও তৈরি হয়নি তাদের । ডায়মন্ডহারবারের অভিষেক দাস, তীর্থঙ্কর সরকার, গৌতম কুজুররা অনেক বেশি নজর কাড়েন ।

ম্যাচে বেশকিছু সহজ সুযোগ নষ্ট করেছে ডায়মন্ডহারবার এফসি । পুরনো ছন্দে দেখা গিয়েছে তীর্থঙ্কর সরকারকে । দারুণ কিছু বল বাড়িয়েছেন । গোল করার সুযোগ তৈরি হয়েছে । তবে গোল হয়নি । ইমামি ইস্টবেঙ্গলের ভাল খেলেছেন আঙ্গুসানা । আর গোলে দেবনাথ মণ্ডল । নিজেদের জাত চিনিয়েছেন । ডায়মন্ড হারবার এফসি-র গৌতম কুজুরও দারুণ ফুটবল খেলেছেন । বেঞ্চে না থাকলেও গ্যালারিতে বসে খেলা দেখেছেন হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইন । তবে দলের খেলা দেখে নিশ্চয়ই খুশি হবেন না তিনি ।
পাঁচ বিদেশি দলের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি বদলে যেতে পারে । এদিনের দলে ছিলেন না নির্ভরযোগ্য মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী । সদ্য বিয়ে করে ছুটি নিয়েছেন লালহলুদের এই ফুটবলার ।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে সই করলেন 3 ভারতীয় ফুটবলার, বিদেশি প্রশ্নে ধোঁয়াশাই

ABOUT THE AUTHOR

...view details