পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mohammedan FC: শান-ই-মহামেডান পাচ্ছেন ভাস্কর-আসলাম; আজ তাঁবু উদ্বোধনে মুখ্যমন্ত্রী - মহামেডান স্পোর্টিং

আজ, বুধবার মহামেডান স্পোর্টিংয়ের নবনির্মিত তাঁবুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ৷ বিকেল তিনটেয় এই অনুষ্ঠান শুরু হবে ৷ সেইসঙ্গে এ বছর শান-ই-মহামেডান সম্মান পাচ্ছেন ভাস্কর গঙ্গোপাধ্যায় এবং আসলাম পারভেজ ৷ দুই প্রাক্তন ফুটবলারের হাতে এই সম্মান তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mohammedan FC
মহামেডান স্পোর্টিংয়ের নবনির্মিত তাঁবু

By

Published : Aug 16, 2023, 8:07 AM IST

কলকাতা, 16 অগস্ট: এ বছর শান-ই-মহামেডান সম্মান পাচ্ছেন ভাস্কর গঙ্গোপাধ্যায় এবং আসলাম পারভেজ। বুধবার দুই প্রাক্তন ফুটবলারের হাতে এই সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও প্রাক্তন ফুটবলার সেলিমের মূর্তির উদ্বোধন করা হবে। পাশাপাশি, মহামেডান স্পোর্টিংয়ের নবনির্মিত তাঁবুরও উদ্বোধন করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই খবর জানিয়েছেন মহামেডান স্পোর্টিংয়ের সচিব ইস্তেয়াক রাজু আহমেদ।

নতুন তাঁবু তৈরির কাজ মহামেডান ক্লাবে বেশ কয়েক মাস আগেই শেষ হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর সময় না-মেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা যায়নি। আজ বিকেল তিনটেয় নবনির্মিত তাঁবুর উদ্বোধন হবে। এর আগে মোহনবাগানেরও নবনির্মিত ক্লাব তাঁবু উদ্বোধন করেছিলেন তিনি। ইস্টবেঙ্গল ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন। কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাবে আগে যাননি। আজ বিকেলে সেই বৃত্ত পূর্ণ হচ্ছে । ইতিমধ্যেই ক্লাবের মাঠে বিরাট প্যান্ডেল করা হয়েছে। বৃষ্টির কারণে যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। উদ্বোধনে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, জাভেদ খান, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ক্লাব সভাপতি আমিরউদ্দিন ববি, সচিব ইশতিয়াক আহমেদসহ বিশিষ্টরা।

ক্লাব সচিব ইস্তেয়াক আহমেদ জানিয়েছেন, অনেক দিন ধরেই মুখ্যমন্ত্রীকে দিয়ে নবনির্মিত ক্লাব তাঁবু উদ্বোধনের পরিকল্পনা ছিল। অবশেষে মুখ্যমন্ত্রীর সময় পাওয়া গিয়েছে। তিনি আসছেন। তাঁর হাত দিয়েই এবছরের শান ই মহামেডান সম্মান ভাস্কর গঙ্গোপাধ্যায় এবং আসলাম পারভেজের হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও সেলিমের আবক্ষ মূর্তি উন্মোচন করা হবে। সেলিম প্রথম ভারতীয় ফুটবলার যিনি বিদেশের ক্লাবে খেলতে গিয়েছিলেন। তার আগে সাদা-কালো জার্সিতেও ঝড় তুলেছিলেন। তাই তাঁর একটি আবক্ষ মূর্তি ক্লাবে বসানো হচ্ছে।

আরও পড়ুন:জীবনের ময়দান থেকে অবসরে হাবিব, প্রয়াত ভারতীয় ফুটবলের 'বড়ে মিঞা'

সচিব আরও বলেন, "মঙ্গলবার মহম্মদ হাবিব চলে গেলেন। তিনি শুধু এই ক্লাবে খেলেননি কোচিংও করিয়েছিলেন। আমরা আজ তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করব।" মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বহু বিশিষ্ট জন মহামেডান ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে এই অনুষ্ঠান উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details