কলকাতা, 16 অগস্ট: এ বছর শান-ই-মহামেডান সম্মান পাচ্ছেন ভাস্কর গঙ্গোপাধ্যায় এবং আসলাম পারভেজ। বুধবার দুই প্রাক্তন ফুটবলারের হাতে এই সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও প্রাক্তন ফুটবলার সেলিমের মূর্তির উদ্বোধন করা হবে। পাশাপাশি, মহামেডান স্পোর্টিংয়ের নবনির্মিত তাঁবুরও উদ্বোধন করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই খবর জানিয়েছেন মহামেডান স্পোর্টিংয়ের সচিব ইস্তেয়াক রাজু আহমেদ।
নতুন তাঁবু তৈরির কাজ মহামেডান ক্লাবে বেশ কয়েক মাস আগেই শেষ হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর সময় না-মেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা যায়নি। আজ বিকেল তিনটেয় নবনির্মিত তাঁবুর উদ্বোধন হবে। এর আগে মোহনবাগানেরও নবনির্মিত ক্লাব তাঁবু উদ্বোধন করেছিলেন তিনি। ইস্টবেঙ্গল ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন। কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাবে আগে যাননি। আজ বিকেলে সেই বৃত্ত পূর্ণ হচ্ছে । ইতিমধ্যেই ক্লাবের মাঠে বিরাট প্যান্ডেল করা হয়েছে। বৃষ্টির কারণে যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। উদ্বোধনে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, জাভেদ খান, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ক্লাব সভাপতি আমিরউদ্দিন ববি, সচিব ইশতিয়াক আহমেদসহ বিশিষ্টরা।