পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

East Bengal ডুরান্ড অভিযান শুরুর আগের সকালে শহরে লাল হলুদের দুই ব্রাজিলিয়ান স্ট্রাইকার - Stephen Constantine

দলের ডুরান্ড অভিযান শুরুর আগেরদিন সকালে তিলোত্তমায় পা রাখলেন ইস্টবেঙ্গলের দুই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা এবং এলিয়ান্দ্রো (Cleiton Silva and Eliandro reached Kolkata) ৷ এর ফলে 28 অগস্ট ডার্বির এক সপ্তাহ আগেই সকল বিদেশিকে পেয়ে গেলে কনস্ট্যানটাইন (Stephen Constantine) ৷

Etv Bharat
ডুরান্ড অভিযান শুরুর আগের সকালে শহরে লাল হলুদের দুই ব্রাজিলিয়ান স্ট্রাইকার

By

Published : Aug 21, 2022, 3:42 PM IST

Updated : Aug 21, 2022, 9:02 PM IST

কলকাতা, 21 অগস্ট: চলতি মরশুমে ইস্টবেঙ্গলের ঘোষিত পাঁচ বিদেশির প্রত্যেকেই চলে এলেন কলকাতায় ৷ দলের ডুরান্ড অভিযান শুরুর আগেরদিন সকালে শহরে পা রাখলেন দুই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা এবং এলিয়ান্দ্রো (Cleiton Silva and Eliandro reached Kolkata to join East Bengal) ৷ যার মধ্যে দ্বিতীয়জন এলেন সস্ত্রীক ৷ আগেই কলকাতায় চলে এসেছিলেন বাকি তিন বিদেশি ৷ এর মধ্যে ইভান গঞ্জালেস (Ivan Gonzalez) গতকালই পা রেখেছিলেন কলকাতায় ৷ ডুরান্ড কাপে অংশ নিলেও ইমামি ইস্টবেঙ্গলে ডার্বি নিয়ে বাড়তি সতর্কতা। তাই 28 অগস্টের ডার্বির আগের ম্যাচগুলিতে আদৌ একাধিক বিদেশিকে একাদশে দেখতে পাওয়া যাবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা ৷

তবে টুর্নামেন্ট শুরুর আগেই পাঁচ বিদেশিকে পেয়ে যাওয়া স্টিফেন কনস্ট্যানটাইনকে (Stephen Constantine) যে বাড়তি সুবিধা দেবে, তা বলাই যায় ৷ ভারতের জল-হাওয়ার সঙ্গে পরিচিত স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেস এবং স্ট্রাইকার ক্লেইটন সিলভাকে বড় ম্যাচের জন্য ফিট করে তুলতে ব্রিটিশ কোচ যে চেষ্টার ত্রুটি রাখবেন না, তা একপ্রকার নিশ্চিত ৷ গোল করার পাশাপাশি গোল করানোর ব্যাপারেও বেশ পটু গত দু'মরশুম বেঙ্গালুরু এফসি'তে সুনীল ছেত্রীর পাশে খেলা ক্লেইটন ৷ ব্লুজ জার্সিতে 37 ম্যাচে 16টি গোল করেছেন ব্রাজিলিয়ান। রয়েছে 7টি অ্যাসিস্ট। অন্যদিকে 35 বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলিয়ান্দ্রো লিথুয়ানিয়ার লিগে খেলা ছাড়াও থাইল্যান্ড লিগেও গত আড়াই বছরে 23টি গোল করেছেন। সবচেয়ে বড় কথা থাই লিগে একদা ক্লেইটনের সতীর্থ ছিলেন এলিয়ান্দ্রো ৷

আরও পড়ুন:বাগানে বিপর্যয়, অনামী রাজস্থানের কাছে হেরে ডুরান্ড অভিযান শুরু গঙ্গাপাড়ের ক্লাবের

গত দু'বছরে আইএসএলে 4টি ডার্বির সবক'টিতেই হারতে হয়েছিল লাল-হলুদ। তাই এবার ডার্বি জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা ৷ আর ডার্বি জিততে দ্রুত বিদেশিদের ম্যাচ ফিট করে তোলা একটা বড় চ্যালেঞ্জ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের কাছে। দুই ব্রাজিলিয়ানকে দিয়েই আগামী রবিবার আপাত নড়বড়ে বাগান রক্ষণ ভাঙতে চাইবেন স্টিফেন-বিনোরা। যদিও রক্ষণ সামলে আক্রমণে উঠতে চাইবে ইস্টবেঙ্গল ৷ কারণ প্রথম ম্যাচে হারতে হলেও মনবীর, লিস্টনরা যে কোনও সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা ভালোই জানেন জাতীয় দলের প্রাক্তন কোচ ৷

Last Updated : Aug 21, 2022, 9:02 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details