কলকাতা, 11 এপ্রিল: বাংলা নববর্ষে কলকাতা ময়দানে এবার অংশ নিচ্ছেন ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকর। পয়লা বৈশাখে কলকাতা ময়দানে বার পুজো হয়ে থাকে । নতুন মরশুমের সাফল্যে কামনা করা ছাড়াও এদিন সদস্য সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ক্লাব প্রশাসনের কর্তারা । এককথায় নতুন-পুরানোর মিলনমেলায় পরিণত হয় ক্লাবচত্বর ।
আগে নতুন মরশুমের ফুটবল দল বারপুজোর দিন অনুশীলন শুরু করত । ক্লাব ঘোষণা করত নতুন অধিনায়কের নাম । সাম্প্রতিক সময়ে ফুটবলের মরশুম বদল হয়েছে । দুই প্রধানে এখন কর্পোরেট সংস্কৃতি । ফলে বার পুজোর প্রথা থাকলেও ফুটবল দূরে সরেছে । সদস্য সমর্থকদের মিলনমেলায় স্মৃতিচারণ হয়েছে । তাই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা বার পুজোর আবহে নানান অনুষ্ঠানের আয়োজন করছেন । এবছর মোহনবাগান ক্লাবের মূল প্রবেশদ্বারটি প্রয়াত ফুটবল কিংবদন্তি চুনী গোস্বামীর নামে নামাঙ্কিত করা হচ্ছে ৷ তারই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর ।
এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের কেবল অধিনায়কই ছিলেন না চুনী গোস্বামী । অসাধারণ ক্রিকেটারও ছিলেন । রঞ্জি ট্রফি ফাইনাল খেলার কৃতিত্ব রয়েছে তাঁর । আজন্ম মোহনবাগানের জার্সিতে প্রতিনিধিত্ব করা চুনী গোস্বামীর নামে ক্লাবের মূল প্রবেশদ্বারের নামকরণ সঠিক সিদ্ধান্ত । বার পুজোর দিন এই অনুষ্ঠানে সুনীল গাভাসকর ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । থাকবেন রাজ্যের আরেক মন্ত্রী বাবুল সুপ্রিয়ও ।