আমস্টারডাম, 27 মার্চ : রূপকথাকেও বোধহয় হার মানাবে এই কাহিনী ৷ দশ মাস আগে ইউরোর ম্যাচ চলাকালীন হৃদযন্ত্র বিকল হয়ে মাঠে পড়ে যাওয়ার পর ক্রিশ্চিয়ান এরিকসেনের জীবনে ফুটবলটা গৌণ হয়ে গিয়েছিল ৷ যমে-মানুষে টানাটানি অবস্থা থেকে বেঁচে ফিরুন ডেনমার্ক তারকা, ফুটবল বিশ্ব এক হয়ে কেবল সেই প্রার্থনা করেছিল ৷ পরবর্তীতে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর ড্যানিশ ফুটবলারের হৃদস্পন্দন নির্ধারণের জন্য হৃদযন্ত্রে আইসিডি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকেরা ৷ ফুটবলে তিনি আর ফিরতে পারবেন কি না, নিশ্চয়তা ছিল না ৷ কিন্তু যাবতীয় প্রতিকূলতাকে ড্রিবল করে শনিবার আন্তর্জাতিক ফুটবল আঙিনায় ফিরলেন এরিকসেন ৷ 288 দিন পর আন্তর্জাতিক ফুটবলে তাঁর প্রত্যাবর্তন হল গোল দিয়েই (Christian Eriksen scores on his international comeback against Netherlands) ৷
ডাচদের বিরুদ্ধে এদিন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ডেনমার্ক ৷ সেই ম্যাচে 46 মিনিটে ডেনমার্ক কোচ ক্যাসপার হালম্যান্ড পরিবর্ত হিসেবে মাঠে নামান প্রাক্তন ইন্টার মিলান তারকাকে ৷ মাঠে নামার দু'মিনিটের মধ্যেই আন্দ্রেস ওলসেনের মাইনাস থেকে জোরালো ভলিতে গোল করেন এরিকসেন ৷ যদিও এই গোলে হার এড়াতে পারেনি ডেনমার্ক ৷ মেম্পিস ডিপাইদের বিরুদ্ধে 2-4 হারতে হয় ডেনমার্ককে (Netherlands beat Denmark in international friendly) ৷