হ্যাংঝৌ, 13 ফেব্রুয়ারি : কাঁহাতক আর ঘরে বসে কাটানো যায় ৷ কিন্তু আতঙ্কের নাম যখন কোরোনা ভাইরাস তখন ঘরবন্দী হয়ে না হয়েও উপায় নেই ৷ একজন ক্রীড়াবিদের পক্ষে যা অসহনীয় ৷ এই অবস্থায় ঘরের মধ্যেই অনুশীলন সারছেন চিনের এক অ্যাথলিট ৷ দৌড়ানো, ল্যাপ দেওয়া সবই চলছে ফ্ল্যাটের ভেতরেই ৷
ইউহান থেকে 370 মাইল দূরে অবস্থিত হ্যাংঝৌয়ের বাসিন্দা পান শ্যাঙ্কু পেশায় একজন চিকিৎসক ৷ এর বাইরে অ্যামেচার ম্যারাথন রানার হিসেবে পরিচিতি রয়েছে তাঁর ৷ কোরোনা ভাইরাসের প্রভাব আটকাতে 5 ফেব্রুয়ারি থেকে ঘরবন্দি ঝেজিয়াং প্রদেশের রাজধানী হ্যাংঝৌয়ের বাসিন্দারা ৷ বিষয়টি অসহনীয় হয়ে উঠেছিল পান শ্যাঙ্কুর কাছে ৷ উপায়ন্তর না দেখে বাড়ির বসার ঘরেই রানিং ট্র্যাক তৈরি করে দৌড় শুরু করেন তিনি ৷