পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games Visa Controversy: ভিসা বিতর্কে জল ঢালতে উদ্যোগী চিন, সুস্থ ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্কের কথা রাষ্ট্রদূতের গলায় - চিনা রাষ্ট্রদূত

China Calls for Bilateral Ties Over Visa Denial Controversy: সমালোচনার মুখে এবার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির কথা বলছে চিন ৷ এশিয়াডে ভারতের তিন উশু অ্যাথলিটকে ভিসা না দেওয়ায় চিনের তীব্র সমালোচনা করেছে ভারত সরকার ৷ এমনকি প্রতিবাদে হাংজোতে আয়োজিত এশিয়াডে না যাওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 2:56 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: এশিয়াডে তিন উসু অ্যাথলিটকে ভিসা না-দেওয়ার পর, এবার দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বার্তা চিনের রাষ্ট্রদূত ঝা লিউয়ের ৷ কূটনৈতিক কারণে ভারতের ওই তিন অ্যাথলিটকে ভিসা না-দেওয়ায় বিতর্কে জড়িয়েছে চিন ৷ সমালোচনার মুখে পড়েছে শি জিনপিংয়ের সরকার ৷ সেই বিতর্ককে শান্ত করতেই এবার ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ককে সুস্থ ও স্থিতিশীল পথে জোরদার করার আহ্বান জানিয়েছেন ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ৷ তাঁর কথায়, "দুই দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে নেতারা আলোচনা ও যোগাযোগ বজায় রাখছে ৷"

চিনা রাষ্ট্রদূতের দাবি, "চিন দুই দেশের নেতাদের মধ্যে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আলোচনা ও সম্পর্ক জোরদার করতে, হস্তক্ষেপ সংক্রান্ত সমস্যা কাটাতে এবং সুস্থ ও স্থিতিশীল পথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে ভারতের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ৷" পিপলস রিপাবলিক অফ চাইনা’র প্রতিষ্ঠার 74 তম বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি ৷ এমনকী সীমান্ত নিয়ে আন্তর্জাতিক নির্দেশিকা পালন করতে চিন, ভারত-সহ অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আগ্রহী বলে দাবি করেন চিনের রাষ্ট্রদূত ঝা লিউ ৷ বিশ্ব শান্তির কথাও শোনা যায় তাঁর মুখে ৷

দুই দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার বজায় রেখে ভারত-চিন সম্পর্ককে সুস্থ ও স্থিতিশীল করার কথা বলেন ঝা লিউ ৷ তাঁর কথায়, দু'দেশের অভিন্ন উন্নয়ন ও পুনরুজ্জীবন এশিয়া ও বিশ্বের ভবিষ্যৎকে নিশ্চিন্ত করবে ৷ তবে, অরুণাচল প্রদেশের তিন উসু অ্যাথলিটকে কেন ভিসা দেওয়া হল না? এই প্রশ্ন কার্যত এড়িয়ে যান চিনের রাষ্ট্রদূত ৷ তিনি বলেন, "এশিয়ান গেমস আমাদের সবার জন্য ৷ আমরা একটা পরিবার ৷ এটা দ্বিপাক্ষিক ইস্যু এবং আমি আপনাদের বলব, এ নিয়ে চিনের দূতাবাসে যাওয়ার জন্য ৷"

আরও পড়ুন:উশু খেলোয়াড়দের সঙ্গে বৈষম্য, প্রতিবাদে চিনে এশিয়ান গেমসে যাচ্ছেন না অনুরাগ

উল্লেখ্য, তিন ভারতীয় অ্যাথলিটকে হ্যাংঝাউয়ে আয়োজিত এশিয়াডে অংশ নিতে যাওয়ার জন্য ভিসা না-দেওয়ায় ক্ষোভপ্রকাশ করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তিনি প্রতিবাদ স্বরূপ চিনে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন ৷ মহিলা খেলোয়াড় নিয়েমেন ওয়াংসু, ওনিলু তেগা এবং মেপুং লামগুকে এশিয়াডে যাওয়ার জন্য ভিসা দেয়নি চিনের বিদেশমন্ত্রক ৷

(খবর সূত্র- পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details